শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

আহমেদ ইসমাম : বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির পাশাপাশি জন্মের হার কমার কারণে প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।প্রবীণদের মর্যাদাপূর্ণ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ সামাজিক জীবন নিশ্চিত করতে রোববার পিকেএসএফ ভবনে প্রবীণ মঞ্চ বাংলাদেশ-এর সাধারণ পরিষদের প্রথম সভায় এ কথা বলেন, পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

সভায় সদ্য গঠিত প্রবীণ মঞ্চ বাংলাদেশ-এর গঠনতন্ত্র ও ভবিষ্যৎ করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রবীণদের জন্য সার্বজনীন অ-প্রদায়ক পেনশন তহবিল গঠন, স্বাস্থ্যসেবা, যানবাহন, আবাসন ও ভ্রমণ প্রবীণ-বান্ধব সেবার ব্যবস্থা, প্রবীণদের ডিমেনসিয়া রোগ বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টি এবং ডিমেনসিয়া রোগীদের উপযুক্ত সেবাদি প্রদানের উদ্যোগ গ্রহণ ইত্যাদি গ্রহণের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে এডভোকেসি করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া, সভায় প্রবীণ মঞ্চের তহবিল গঠন সম্পর্কেও আলোচনা হয়।

সভায় পরিচালনা পরিষদের ২৮ জন সদস্য উপস্থিত ছিলেন, সুরাইয়া বেগম, এনডিসি, তথ্য কমিশনার, তথ্য কমিশন। জীবন কানাই দাস অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও কান্ট্রি ডিরেক্টর, স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশন। মুন্সি ফয়েজ আহমদ, চেয়ারম্যান, বি.আই.আই.এস.এস। নাজনিন সুলতানা সদস্য, পরিচালনা পর্ষদ পিকেএসএফ। অধ্যাপক নাজমা বেগম অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ড. নাজনীন আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ মঞ্চ বাংলাদেশ- এর ভাইস চেয়ারম্যান এবং পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম। প্রবীণ মঞ্চ বাংলাদেশ গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন প্রবীণ মঞ্চের সমন্বয়ক ও পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম) ফজলুল কাদের। উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব আবুল হাসিব খান, সদস্য সচিব, প্রবীণ মঞ্চ বাংলাদেশ।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মঞ্চ বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সভায় গঠনতন্ত্রের উপর আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়