শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৯ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ-নেত্রকোণায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগে মানববন্ধন

মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ: ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট, সুরকি, বালি ব্যবহার ও কাজের মান ভাল না কারার প্রতিবাদে জেলার পূর্বধলার গোয়ালাকান্দা ইউনিয়নবাসীর উদ্যোগে রোববার বিকেলে মানববন্ধন, সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনকারীদের অভিযোগ সড়ক সংস্কারকারী ঠিকাদারী প্রতিষ্ঠান তানভীর কনষ্ট্রাকশন এলাকাবাসীর প্রতিবাদের মূখেও সংস্কার কাজের নিম্নমানের সামগ্রি ব্যবহার করছে। বারবার নিষেধ করার পরও তারা কারো কথা শুনছে না। এলাকার কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায় ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

নেত্রকোনা ময়মনসিংহ সড়কের নারান্দিয়া বাজারে বিকেল তিনটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গোয়ালাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সম্পাদক আফসার উদ্দিন আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম শামীম, রকিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম মনির প্রমূখ। মানববন্ধন শেষে ১০ মিনিট নেত্রকোনা- ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখা হয়। এলাকার নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় মানববন্ধকারীরা।

নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠনটি ওই এলাকায় সংস্কার কাজে কিছু নিম্নমানের ইট ব্যবহার করতে চেয়েছি। গত বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শণ করে ব্যবহারের জন্য আনা ইট ও সুরকি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠনটিকে ভাল মানের সামগ্রি ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়