শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়েবি মামলায় ২২ দিনে আসামি ৩ লাখ ২৫ হাজার : রিজভী

শিমুল মাহমুদ : পহেলা সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে গায়েবি মামলায় বিএনপির তিন লাখ ২৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিএনপি-কে নিশ্চিহ্ন করার নানাবিধ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। গত ৩/৪ দিনে রাজধানীতে বিএনপির আইনজীবীসহ এর অঙ্গ-সংগঠনের প্রায় ১৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাছাড়া সারাদেশে ১৬ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়।

আওয়ামী লীগ জনগণকে আগেই ত্যাগ করেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে চায় না। তারা জনগণকে বহু আগে ছেড়ে দিয়েছে। তাদের সাথে জনগণের জাতীয় ঐক্য হবে না। আর ঐক্যে আসতে হলে তাদেরকে সংশোধন হয়ে আসতে হবে।

রিজভী বলেন, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার বিচারকার্য সর্ম্পূনভাবে সরকারে কুটিল পাটিগণিত ও একটি প্রহলিকা। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার দেশীয় ও বৈদেশিক চক্রান্তের বিপজ্জনক ব্লু-প্রিন্ট।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমের গলায় দড়ি দিয়ে ফাঁস দিতে যাচ্ছেন। গণতন্ত্রের মুখোশটুকু ছুঁড়ে ফেলে গণতন্ত্রের শেষ চিহ্ন মুছে দিয়েছেন। ফলে সম্রাজ্ঞী’র শাসন এখন পুরোদমে চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়