শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ রুখতে এসপি’র সাথে শিক্ষার্থীদের শপথ

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে মাদক, নারী নির্যাতন, ও জঙ্গিবাদ বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় মাঠে এ শপথ অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর জেলার পুলিশ সুপার সামসুন্নাহারের সাথে উপজেলার ১ হাজার শিক্ষার্থী মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ রুখতে শপথ গ্রহণ করে।

রোববার সকাল সাড়ে ১০টার সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজে যান পুলিশ সুপার সামসুন্নাহার। সেখানে ওই কলেজের ৬শ, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ২শ ও কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ২শ সহ মোট হাজার খানেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের পর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার।

সামসুন্নাহার বলেন, আজকে তোমরা এখানে যারা দাঁড়িয়ে, কালকে তোমরাই এই দেশটাকে পরিচালনা করবে। তাই সমাজের নানা অসঙ্গতি দূর করে তোমাদের অনেক দূর যেতে হবে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে। আর সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদের বিরুদ্ধে তোমাদের সোচ্চার হতে হবে। সামাজিক এই ব্যাধিগুলো রুখে দিয়ে সমাজটাকে বদলে দিতে হবে। কারণ তোমরাই সমাজকে বদলে দিতে পারো। তবে তার আগে নিজেদের বদলাতে হবে।

তিনি বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন কোন কারণে ভেঙ্গে গেলে, নিজে ভেঙ্গে পড়লে চলবে না। থেমে থাকা যাবে না। আবার নতুন স্বপ্ন দেখতে হবে। কারণ তোমাদের দিকেই দেশ তথা জাতি তাকিয়ে। পরে তিনি শিক্ষার্থীদের মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে শপথবাক্য পাঠ করান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পংকজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়