শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ ঘন্টা পর উত্তরের সাথে রাজধানীর রেল যোগাযোগ পূনঃস্থাপন

আরএইচ রফিক, বগুড়া:  অবশেষে ২৫ঘন্টা পর রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগা পূনঃপ্রতিষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ক্ষতিগ্রস্থ সোনাতলার চকচকিয়া রেল সেতু মেরামত শেষে সবুজ সংকেতের মাধ্যমে গাইবান্ধা টু সান্তাহার দোলনচাঁপা ট্রেন পারাপারের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে রাজধানীর সাথে উত্তরের রেলযোগা শুরু করা হয় ।

এর আগে গত শনিবার সকালে নদীর পানির তোড়ে সোনাতলা উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের ভেলুরপাড়া ও কলেজ ষ্টেশনের মাঝামাঝি এলাকার চকচকিয়া নামস্থানের ২য় এবং ৩৫নং এ্যাড রেলওয়ে ব্রিজটির ২নং মূল পিলারের নিজ থেকে মাটি সরে যেতে থাকে । ১১টা পর্যন্ত ঝুকি নিয়ে বিভিন্ন ট্রেন ওই ব্রিজটি পারাপার করলেও পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারনে বেলা সাড়ে ১১টার মধ্য পিলারটি ওয়াস আউট হয়ে যায় । এসময় বিপদজনক অবস্থায় ব্রিজটি ডেবে যাবার আশংকা দেখে দেয় । ফলে ব্রিজের উপরদিয়ে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ ঘোষনা করেন রেল কর্তৃপক্ষ। ফলে উত্তরের দিনাজপুর ও বৃহত্তর রংপুর জেলা সহ লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা কুড়িগ্রাম সহ বগুড়া জেলার ট্রেন যাত্রীরা মহা দূর্ভোগের মুখে পড়েন।

এর ফলে বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে বগুড়ার সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ব্রীজের নিকট আসলেও দূর্ঘটনার আশংকায় সেটি ভেলুরপাড়া রেল স্টেশনে ফেরত নেওয়া হয়। পরে লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনও সোনাতলা স্টেশনে দুপুর ১টা থেকে থেমে রাখা হয়।

এর ফলে বৃহত্তর দিনাজপুর রংপুর অঞ্চরের রংপুর লালমনিরহাট ,কুড়িগ্রাম সহ আশ পাশের সকল জেলার সাথে বগুড়া সহ রাজধানী ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যবস্থা সমপূর্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ।

ঘটনার পর জরুরী ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলিয় বিভাগের রেসকিউ ও যান্ত্রিক ইউনিট ঘটনাস্থলে পৌছতে শুরু করে । পরে রাতেই রাতেই পিলারের আশপাশে পাইলিং করে বালির বস্তা এবং জিও ব্যাগ ফেলে পিলারের ফাউন্ডেশেন রক্ষায় ব্রিজটির ক্ষতিগ্রস্থ ২নং মেইন মিলারটি মেরামতে যুদ্ধকালিন পরিস্থিতিতে উদ্দ্যোগ নেয়া হয় ।

এসময় সংশ্লিষ্ঠ সূত্রে আশা করা হয় যে, পরবর্তি ২০ঘন্টা সময়ের মধ্যই ব্রিজটি অস্থায়ী ভিত্তিতে জরুরী মেরামতের পর রেল যোগাযোগ পূনঃস্থাপন করা সম্বব হবে। ঘটনার পর রাতেই বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলিয় বিভাগের প্রধান প্রকৌশলী মুহা রমজান আলী সহ রেলওয়ের উর্ধতনরা ঘটনাস্থলে আসেন । তাদের উপস্থিতিতেই রাতভর তৎপরতা চালানো হলে রবিবার দুপুরে ১টার মধ্য ক্ষতিগ্রস্থ পিলার এর প্যাকিং শেষ হয় ।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলিয় বিভাগের প্রধান প্রকৌশলী মুহা রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বেলা ২টার সময় দোলন চাঁপা ট্রেন চলাচলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে রেল যোগাযোগ পূনঃস্থাপনের বিষয়টি নিশ্চিৎ করেন । তিনি আরো জানান, এর আগে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিৎ হবার পরই টেষ্টপ্রোগ্রামের মাধ্যমে ৫বার ট্রেন পারাপারের পর ক্ষতিগ্রস্থ ব্রিজের উপর দিয়ে আনুষ্ঠানিক ভাবে ট্রেন চলাচল শুরু করে । ফলে ঘটনার প্রায় ২৫ঘন্টা পর উত্তরের সাথে রাজধানীর সাথে সরাসরি রেল যোগযোগ পূনঃস্থাপন হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়