শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০০ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারহীনতায় ইউপি চেয়ারম্যান নান্টুকে হত্যা করা হয়

মো. ইউসুফ আলী বাচ্চু: বিচারহীনতার কারণে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলেকরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নান্টু হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতারা এ অভিযোগ করেন।

বক্তারা বলেন, একই ইউনিয়নের চেয়ারম্যান অবননী বড়ালকে হত্যা করা হয়েছে যার কোনো বিচার হয়নি। এরকম অতীতের কোনো অপরাধের বিচার না হওয়ায় নান্টু চেয়ারম্যানকে ও হত্যা করা হয়।

সারাদেশে প্রতিদিন হিন্দু সম্প্রদায়ের মঠ, মন্দির, প্রতিমা ভাঙচুর, হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট, জমি দখল, ডাকাতি দেশত্যাগের হুমকি চলছে। ফলে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে । তাই আগামী ৭ দিনের মধ্যে ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদারের হত্যাকারীদের গ্রফতার করে দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচার পূর্বক মৃত্যুদন্ডের দাবি জানান বক্তারা। অন্যথায় সারাদেশে বিক্ষোভ সমাবেশসহ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

হিন্দু মহাজেটের নির্বাহী সভাপতি এ্যাড. দিনবন্ধু রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ডা. এম কে রায়, এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক, সঞ্জয় ফালিয়া, রিপন দে, সুশিল মিত্র, সমিরন বড়াল,সুমন সরকার, গোপাল পাল, মিল্টন বসু সন্তোষ মহাতো প্রমুখ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়