শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা অাইন বাতিলের দাবিতে এফবিজেও’র মানববন্ধন

জাফরুল অালম : ডিজিটাল নিরাপত্তা অাইন-২০১৮ বাতিলের দাবিতে মানববন্ধনের অায়োজন করেছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।

রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মানববন্ধনের অায়োজন করেন সংগঠনটি।

ডিজিটাল নিরাপত্তা অাইনে যেসব ধারা উপধারা সাংবাদিকদের পেশার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তা বাতিলের দাবি জানিয়ে বক্তারা বলেন, দ্রুত এসব ধারা উপধারা বাতিল করতে হবে। নইলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে।

বক্তারা এই অাইন বাতিলের দাবি জানিয়ে বলেন, এই অাইন বাস্তবায়িত হলে সাংবাদিকরা লাভবান হবে তো দূরের কথা বরং গণতান্ত্রিক পরিবেশ কলুষিত হবে; গণতান্ত্রিক বিকাশ ক্ষতিগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের মুখ বন্ধ করে কোন সরকারই সুবিধা করতে পারবে না।

মানববন্ধনে বক্তারা সরকারের উদ্দেশ্যে অারও বলেন, অাইনটি কার্যকর করার অাগেই সেটা বাতিল করুন। বিশেষ করে যে সকল ধারা উপধারাগুলি সাংবাদিকবান্ধক নয়। সৎ প্রকাশে তাদের মুখে চাপা দিয়ে রাখলে সেটা জাতির জন্যই অমঙ্গল।

সংগঠনের সভাপতি এসএম মোরশেদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাতেন সরকার, সৈয়দ ওমর ফারুক, ফয়সাল রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়