শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৬ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় দুই থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে আরো মামলা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর রামপুরা ও খিলগাঁও থানায় বিএনপি’র নেতাদের নামে আরো মামলা দায়ের করা হয়েছে। বিএনপি’র আইনজীবীর পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, ২টি থানায় মামলা দায়ের হয়েছে মোট ৮টি। এই মামলায় নামীয় ও অজ্ঞাত আসামিসহ মোট ১৫০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য বহনের অভিযোগেএই মামলাগুলো দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবীসহ বিভিন্ন নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

তবে ওই মামলার আসামিদের তালিকায় কোনো কেন্দ্রীয় নেতা আছে কি-নেই তা কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ২ থানায় মামলা দায়ের হয়েছে ৪টি। এই মামলায় নামীয় ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় রামপুরা ও খিলগাঁও থানার স্থানীয় নেতাদের আসামি করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া গতকাল রাতে  জানান, রামপুরায় ও খিলগাঁও থানায় গত দুইদিন আগে মোট ৮টি মামলা দায়ের হয়েছে। খিলগাঁও থানায় মামলা নম্বর হচ্ছে, ৪৯, ৫৩ ও ৬০। রামপুরায় মামলা নম্বর হচ্ছে, ২৫, ৩৩, ৩৫, ৩৭ এবং ৪২। দুই মামলায় আমি আসামি রয়েছি বলে নিশ্চিত হয়েছি। মামলায় কারা কারা আসামি হয়েছে তা জানা নেই। মামলার এজাহার পেলে তা জানা যাবে।

এ বিষয়ে রামপুরা থানার ওসি পলয় কুমার সাহা জানান, বিএনপির নেতাদের নামে দুইদিন আগে মামলা হয়েছে। মামলাগুলো নাশকতার অভিযোগে আনা হয়েছে। তবে কয়টি মামলা হয়েছে তা তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

এ বিষয়ে খিলগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার নাদিয়া জুঁই গতকাল রাতে জানান, গত কয়েকদিন আগে বিক্ষোভের দিন বিএনপির নেতাকর্মীরা সড়কে নেমে নাশকতা করায় তাদের নামে পুলিশবাদী হয়ে মোট ৪ মামলা দায়ের করেছে। তিনি আরো বলেন, রামপুরা থানায় ২টি আর খিলগাঁও থানায় ২টি। মামলাগুলোর তদন্ত চলছে। মামলায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়নি।

মামলার আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিয়ান চলছে। এর আগে পল্টন, মতিঝিল, শাহবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি, লালবাগ ও শাহআলী থানায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের আসামি করা হয়েছে। এসব মামলা এজাহারের বর্ণনা অনুযায়ী ঘটনার কোনো সত্যতা মেলেনি বলে স্থানীয়রা জানিয়েছেন। বিএনপির দাবি রাজনৈতিক কারণে এসব গায়েবী ও ভৌতিক মামলা করা হয়েছে। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়