শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪২ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন আফজাল শরীফ

বিনোদন ডেস্ক : মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আফজাল শরীফ কিছুদিন ধরে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন। এদিকে ১৯ সেপ্টেম্বর তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন খবর হলো আগামী মাসের শেষের দিকে উন্নত চিকিৎসার জন্য আফজাল শরীফ ভারতের চেন্নাইয়ে যাচ্ছেন।

২২ সেপ্টেম্বর বিকেলে এ তথ্য জানিয়েছেন ঢাকার পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করা এ অভিনেতা।

এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী মাসের শেষের দিকে চিকিৎসা নিতে চেন্নাইয়ে যাব। আমি যে সমস্যায় ভুগছি চেন্নাইতে তার ভালো চিকিৎসা হয়। এখন চেন্নাইয়ে যে হাসপাতালগুলো আছে সেগুলো সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি।’

আফজাল শরীফের অসুস্থতা নিয়ে ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর একদিন পর প্রধানমন্ত্রী এই অভিনেতাকে ডেকে নিয়ে চিকিৎসার জন্য অনুদান দেন। কয়েক বছর ধরে মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন এ অভিনেতা।

ঢাকার আরামবাগে ট্রুপ থিয়েটারে প্রথম অভিনয় শুরু করেন আফজাল। মঞ্চে তিনি ‘ক্ষতবিক্ষত’, ‘জমিদার দর্পণ’, ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘রাক্ষুসী’, ‘মহাপুরুষ’-এর মতো নাটকে অভিনয় করেন।

১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ‘বহুব্রীহি’তে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ হয় আফজাল শরীফের। ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়