শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাউখালীতে সেতু ভেঙে খালে

ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে কচুয়াকাঠী খালের লোহার সেতুটি ভেঙে খালে পড়ে গেছে। গত শুক্রবার বিকেলে হঠাৎ সেতুটি দেবে গিয়ে এক মাথা ভেঙে খালে পড়ে যায়। পরে প্রবল বর্ষণ ও জোয়ারের তোড়ে সেতুর মাঝখানেও ভেঙে পড়ে। এতে শহরের অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়ছে সেতু এলাকার কয়েক হাজার বাসিন্দা ও পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্থানীয় লোকজন জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০ বছর আগে কচুয়াকাঠী খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করে। কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। সেই সেতু দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন শহরের এসবি সরকারি বালিকা বিদ্যালয়, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাজী হারুন আর-রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করছিল। এ ছাড়া সেতুটি দিয়ে কাউখালী খাদ্যগুদামের মালামালও পরিবহন করা হচ্ছিল। কিন্তু গত শুক্রবার বিকেলে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে।

কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেতু ভেঙে পড়ায় ৬০০ শিক্ষার্থীকে বহুপথ ঘুরে বিদ্যালয়ে আসতে হচ্ছে। এ ছাড়া আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করা জরুরি।’ কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন জানান, সেতুটি এলজিইডির আওতাধীন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। জনগুরুত্বপূর্ণ সেতুটি অতি দ্রুত পুনর্নির্মাণ দরকার।
সূত্র : কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়