শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই: শফিউল আলম ভূঁইয়া

ফাহিম আহমাদ বিজয়: জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এরই মধ্যে অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে। নির্বাচনকে ঘিরে অনেকের মনে আতংক দেখা দিচ্ছে। তবে আমার মনে হয়, নির্বাচনকে কেন্দ্র করে জনমনে যেন কোন রকম আতংক সৃস্টি না হয় এবং সাধারণ মানুষের জীবনে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সকল দল এবং নির্বাচন কমিশনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনমনে আতংক সৃস্টি হয় এমন কোন কাজ কারো করা উচিৎ হবে না।

প্রধান লক্ষ হওয়া উচিৎ সংবিধানের আলোকে একটি সুন্দর এবং  সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা । সংবিধানের আলোকে অন্তরবর্তীকালীন সরকারে কে থাকবে আর কে থাকবে না এটির এখতিয়ার পুরোপুরি প্রধাণমন্ত্রীর উপর। এখন যেভাবে সবাই এগুচ্ছে তাতে করে বোঝা যায় যে, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সুযোগ নেই। কারন, বর্তমানে পার্লামেন্টে তাদের কোন প্রতিনিধি নেই। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বাংলাদেশের রাজনীতিতে নানা ভাবে নাটকীয় পরিবর্তন হয়। তবে আপাত দৃষ্টিতে সংবিধানে যারা আছে তারাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নিয়ে যে বিতর্কটা হচ্ছে এটি একটি অহেতুক বিতর্ক। ইভিএমের পজেটিভ কিছু দিক আছে। দ্রুততম সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে ভোট গ্রহণ এবং ভোট গণনা নিশ্চিত করা যাবে। তবে আমার মনে হয়, তারা আইনটা সংশোধন করেই ইভিএম চালু করা উচিৎ।

আমাদের ভোট গ্রহণ এবং গণনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা দরকার। এক্ষেত্রে ইভিএম কেন, এর চেয়ে আরো আধুনিক যদি কিছু থাকে তাহলে সেটিই ব্যবহার করা দরকার। কারন আধুনিক বিশ্বেও এর নজির রয়েছে।

পরিচিতি:রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক, ঢাবি/সম্পাদনা: মো.এনামুল হক এনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়