শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনটা এ রকমই, আজ আছে তো কাল নেই

মো.এনামুল হক এনা : এক  ছেলে প্রতিদিন এক কলেজের সামনে ভিক্ষার থালা হাতে দাঁড়িয়ে থাকতো বয়স ২৮-৩০ হবে। সে প্রতিদিন এসে একটা মেয়েকে বলতো আপা দুইটা টাকা দেন, মেয়েটা টাকা দিয়ে কলেজে ঢুকতো, এভাবে  বেশ কয়েক মাস চলে গেল। একদিন ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা করতে লাগলো, কিছুক্ষণ পর মেয়েটি আসলো, ছেলেটি মেয়েটিকে দেখে বললো আপা আপনার সাথে কিছু কথা বলতাম, এই শুনে মেয়েটি বললো আচ্ছা বলেন, ছেলেটি তখন তার কাঁপাকাঁপা গলায় বললো আমি আপনাকে পছন্দ করি। আর আপনাকে অনেক ভালবাসি, যদি আপনি কিছু বলতেন এই কথা শুনে মেয়েটি তার উপর রেগে গিয়ে বললো তোমার তো সাহস কম নয়, আপনি জানেন আমি কে? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল, যদি আপনাকে আর এই কলেজের সামনে কোনদিন দেখি তো বাবাকে বলে পুলিশে ধরিয়ে দিব। ছেলেটি কিছু বললো না, তাই মাথা নিচু করে চলে গেল, ছেলেটি আর কোন দিন সেই কলেজের সামনে আসে নি। একদিন  মেয়েটি খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো।

পরীক্ষা করে জানা গেল মেয়েটির পেটে টিউমার ধরা পড়েছে, আর এটা অপারেশন করা খুব রিক্স। তারপরও অপারেশন করতে হবে। অপারেশন করা হলো এবং মেয়েটি সুস্থ হলো। হাসপাতাল থেকে মেয়েটি রিলিয নেওয়ার একদিন আগে এক নার্স একটি কাগজ মেয়েটির হাতে ধরিয়ে দিল। কাগজটিতে লেখা ছিল, আপনি এখন সুস্থ। যদি একটু কষ্ট করে তিন তলার ৭ নাম্বার ঘরে আসতেন। মেয়েটি কিছু বুঝতে পারলো না, কে দিল? কেন দিল? মেয়েটি আর  কোন চিন্তা না করেই সেই ঘরে চলে গেল। সেই ঘরে গিয়ে দেখলো সেই  ছেলে, সেই ভিক্ষার ছেড়া কাপড় পরে দাঁড়িয়ে আছে, মেয়েটি অবাক হয়ে বললো আপনি আমাকে আসতে বলছেন?  ছেলেটি বললো, হ্যাঁ আমি। এই বলে ছেলেটি ভিক্ষার কাপড়টা খুলে ফেললো, ভিতরে ছিল ডাক্তারের সাদা  পোশাক। তখন ছেলেটা বলতে শুরু করলো, তোমার অপারেশন আমি নিজে করেছি। তুমি বলেছিলে না তোমার বাবা কলেজের প্রিন্সিপাল।

আর আমি হলাম এই হাসপাতালের একজন ডাক্তার। আমার কাজ শুরু হয় বিকেলে। আর আমি প্রতিদিন সকালে ভিক্ষার থালা হাতে তোমার কলেজে দাঁড়িয়ে থাকতাম আর তুমি যখন কলেজ থেকে চলে যেতে আমি তখন হাসপাতালে এসে আমার কাজ করতাম। তোমাকে আমি অনেক আগেই বলতে পারতাম, কিন্তু তোমার মন কেমন মানুষ চায়, সেটা বুঝতে পারতাম না। তাই যখন বুঝতে পারলাম  তোমার টাকাওয়ালা ছেলে পছন্দ তখন সরে এলাম। তোমাকে আর একটা কথা বলি কিছু কিছু মানুষ আছে অভিনয় করতে ভালবাসে। তাই কখনো মানুষের উপরটা দেখে বিচার করো না। এখন যার অনেক টাকা, কিন্তু কাল দেখবে সে ভিক্ষার থালা হাতে ঠিক দাঁড়িয়ে আছে। আর জীবনটা এ রকমই। আজ আছে  তো কাল নেই। ফেসবুক থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়