শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের শাসকদের আমরা সরাতে চাইনা তাদের স্বভাব বদলাতে চাই : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেখ নাঈমা জাবীন : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের শাসকদের পরিবর্তনের কোন উদ্দেশ্য তার দেশের নেই। তিনি বলেন, আমরা শুধু তেহরানের শাসকদের আচরণ ও স্বভাব পরিবর্তনের পক্ষপাতী। শুক্রবার তিনি আরও বলেন, বিশ্বব্যাপি যারা সন্ত্রাস রপ্তানি করে তাদের মধ্যে ইরান শীর্ষে।

উল্লেখ্য, ৬ জাতির সঙ্গে ইরানের পারমানবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে তাদের বিরোধ তুঙ্গে ওঠে। ইরানের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। আবার ৪ নভেম্বর থেকে ইরানের ওপর বড় ধরণের এবং ব্যাপক অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পম্পেও বলেন, আমাদের নীতি খুব স্পষ্ট। আমরা তেহরানের শাসকদের বদলাতে চাইনা। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিও তা নয়। একটি টিভির সঙ্গে সাক্ষাৎকারে পম্পেও বলেন, তেহরানের প্রতি আমাদের চাওয়া পাওয়া খুব স্পষ্ট। পম্পেও বলেন,

ইরান সৌদি আরবে ক্ষেপনাস্ত্র ফেলছে, হিজবুল্লাহকে অস্ত্র দিয়ে সুসজ্জিত করে চলেছে, ইসরায়েলকে হুমকির পর হুমকি দিয়ে চলেছে। তিনি বলেন, ইরান আজ বিশ্বের সবচে বড় সন্ত্রাস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশ্বের সব দেশের কাছে আমাদের যে প্রত্যাশা ইরানের কাছেও এর বেশি কিছু আমরা চাইনা। আমরা ইরানের সঙ্গে আলোচনা করতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পেরও একই প্রত্যাশা। ইরানের হিং¯্রতার আরও প্রমাণ দিয়ে পম্পেও বলেন, তারা ইরাক ও হুতি সন্ত্রাসীদেরও অস্ত্র দিচ্ছে। আমরা ইরানকে ঐ পথ থেকে ফেরাতে চাই বলেই অবরোধ আরোপ করেছি। আমাদের মিশনই তাই। -টাইমস অব ইন্ডিয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়