শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৯ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে নাসার টেলিস্কোপ টেস

নূর মাজিদ : নাসার সর্বাধুনিক টেলিস্কোপ টেস বা ট্রান্সমিটিং এক্সোপ্ল্যানেট স্যাটেলাইট উৎক্ষেপণের পাঁচ মাসের মাঝেই দুইটি নতুন গ্রহের সন্ধান পেয়েছে। বৃহ¯পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেপ কার্নিভ্যাল মহাকাশ যান উৎক্ষেপণ কেন্দ্রের নাসা কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। টেস যে দুটি গ্রহের সন্ধান পেয়েছে তারা ৪৯ আলোকবর্ষ দূরে অবস্থিত ভিন্ন সৌরমন্ডলের অংশ। এদের একটিকে নাসা অবহিত করেছে সুপার আর্থ বলে এবং অন্যটিকে তারা বলছে হট আর্থ।

প্রথমটিকে আকৃতিতে পৃথিবীর চাইতে বহুগুণ বড় হওয়ায় গ্রহটিকে এমন নাম দেয়া হয়েছে। অন্যদিকে হট আর্থ গ্রহটির পরিবেশ অনেক উত্তপ্ত। তবে টেস মিশনের সহকারি পরিচালক সারা সিগ্যার জানান, আবিষ্কৃত গ্রহদুটিতেই প্রাণধারণের জন্য উপযুক্ত তাপমাত্রার উপস্থিতি নেই। গ্রহদুটি প্রাণের বিকাশের পক্ষে অনুকূল তাপমাত্রার চাইতেও বেশি উত্তপ্ত। এসময় তিনি আরো বলেন, টেস সবেমাত্র তার আবিষ্কারের খাতা খুলেছে। আগামী দিনে সে আরো অনেক গুরুত্বপূর্ণ মহাজাগতিক রহস্য উন্মোচন করবে। কারণ, আমাদের রাতের আকাশে এখনও অনেক তারা আছে, যাদের রয়েছে অসংখ্য গ্রহ। এদের অধিকাংশই আমাদের আবিষ্কারের অপেক্ষায় রয়েছে।

টেসের আগে নাসার কেপলার টেলিস্কোপ মহাকাশে ৩ হাজার ৭০০ গ্রহ আবিষ্কার করেছিল। প্রায় ২০ বছর ধরে টেলিস্কোপটি এসব আবিষ্কার করে। এরপর জ্বালানি ফুরিয়ে যাওয়ায় টেলিস্কোপটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এরপরেই টেসকে তার স্থলাভিষিক্ত করেছে নাসা। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়