শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট শঙ্কায় ব্রিটেনের অর্থনীতিতে কালো ছায়া

নূর মাজিদ : যুক্তরাজ্যের অর্থনীতির পূর্বাভাসে আসন্ন ব্রেক্সিটের কালো ছায়া পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলতি মাসে ব্রেক্সিট আলোচনায় অগ্রগতি না হওয়ায় ব্রেক্সিটের পরে ব্রিটেনের অর্থনীতিতে বিনিয়োগ এবং বাণিজ্য কমে যাবার আশঙ্কা বিরাজ করছে। এ অবস্থায়, আগামী বছরের জন্য মাত্র ১ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ঘোষণা করেছে বিসিসি বা ব্রিটিশ চেম্বার অব কমার্স। যা সংস্থাটির কিছুদিন আগে ঘোষিত পূর্বাভাসের চাইতেও কম। ইতোপূর্বে, ২০১৯ সালের ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির অনুমান করেছিল বিসিসি।

এই নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো আগামী বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো যুক্তরাজ্যের শীর্ষ এই বাণিজ্যিক সংস্থাটি। সর্বপ্রথম তারা ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। ব্রিটিশ পরিসংখ্যান অধিদপ্তর জানায়, জুলাইয়ের আগের তিন মাসে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ, যা এর আগে ছিল মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ। বিশেষ করে, ২০১৯ সালে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে নেয়া অবকাঠামো নির্মাণের প্রস্তুতি এসময় ব্রিটিশ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও চলতি বছরে দীর্ঘ মেয়াদি গ্রীষ্মকাল ব্রিটেনের পর্যটন এবং ভোগ্যপণ্য সামগ্রীর বাজারে বাড়তি চাহিদার সৃষ্টি করে।

তবে, সম্প্রতি প্রকাশিত বিসিসি’র প্রতিবেদনটি স¤পূর্ণ অর্থনৈতিক আশঙ্কা দ্বারাই পরিচালিত হচ্ছে, এমন নয়। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সন্তোষজনক সমঝোতা না হলে বিপদেই পড়বে ব্রিটেন। বর্তমানে দেশটির বিনিয়োগ এবং বাণিজ্যখাতে তারই প্রতিচ্ছায়া দেখছে বিসিসি। সংস্থাটি জানায়, একটি অকার্যকর ব্রেক্সিট চুক্তি ব্রিটেনের অর্থনীতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। দ্য ইন্ডিপেন্ডেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়