শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে সাদ্দাম হোসেনের ভাগ্যবরণ করতে হবে : রুহানি

কায়কোবাদ মিলন : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরাকের সাদ্দাম হোসেনের ভাগ্যবরণ করতে হবে। রুহানি বলেন, ইরানের সঙ্গে বিরোধে যুক্তরাষ্ট্র অবশ্যই পরাভূত হবে। গতকাল শনিবার তিনি তার ভাষণে বলেন, ইরাক তাদের সঙ্গে টক্কর দিতে এসে পরাভূত হয়েছিল।

রুহানি বলেন, ইরান কোনক্রমেই তাদের ক্ষেপনাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করবে না। গত মে মাস থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই উত্তেজনাকর। ৬ জাতির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিলে তেহরান ওয়াশিংটনের বিরোধের সূত্রপাত। পরবর্তীতে গতমাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করলে দুই দেশের তিক্ততা আরও বৃদ্ধি পায়।

১৯৮০ -৮৮ সাল সংঘটিত ইরান- ইরাক যুদ্ধের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুহানি এসব কথা বলেন। রাজধানী তেহরান ও বন্দর আব্বাস বন্দরে তাদের নৌশক্তি প্রদর্শনের বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেডে রুহানি টিভিতে সরাসরি ভাষণ দিচ্ছিলেন।
এদিকে ইরান বলে আসছে যে তারা উপসাগরে অন্যান্য দেশের তেলবাহী জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারেন। ইরানের তেল বিক্রির ওপরে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিশোধ হিসেবে ইরান এই ব্যবস্থা নেবে ।

উপসাগরে যুক্তরাষ্ট্র একটি যুদ্ধ জাহাজ মোতায়েন রেখেছে। তেল পরিবহন রুট নির্বিঘœ রাখতে যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা। রুহানি আরও বলেন, ইরাকের সাদ্দাম হোসেনের ভাগ্যে যা ঘটেছিল তেমনটিই ঘটবে আমেরিকা ও ট্রাম্পের ভাগ্যে। রুহানি বলেন, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে বিন্দুমাত্র দূর্বল করবে না। আর ইরানের ক্ষেপনাস্ত্রের জন্য ট্রাম্পের যত রাগ। এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়