শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের শুল্কারোপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করবে

নূর মাজিদ : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  চীনের ওপর আরোপিত বাণিজ্য শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি পেতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজারের কাছে দেয়া এক চিঠিতে এমন উদ্ধেগ প্রকাশ করেছে বিশ্বের বৃহত্তম দৈনন্দিন ব্যবহার্য পণ্য বিক্রেতা চেইনশপ ওয়ালমার্ট। গত দুই সপ্তাহ আগে পাঠানো এই চিঠিটি সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসে। এরপরেই তারা শনিবার চিঠিটির মূল বিষয়বস্তু নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের  ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্য আমদানিতে শুল্কারোপ করার পরেই এই প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

বার্তা সংস্থাটি জানায়, ওয়ালমার্ট এই বাণিজ্য শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে বিক্রিত তাদের সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছে। তারা জানায়, এতে করে কোমল পানীয় থেকে শুরু করে সকল প্রকার খাদ্যদ্রব্য এবং প্রসাধন সামগ্রীর মূল্য বাড়বে। ফলে সাধারণ মার্কিন ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এই চিঠির বিষয়টি প্রকাশিত হওয়ার পরে চিঠিটির বিষয়বস্তু স¤পর্কে নিশ্চিত করেছে ওয়ালমার্ট। তবে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে ওয়ালমার্ট জানায়, তারা আলোচ্য চিঠিটিতে যুক্তরাষ্ট্র এবং চীনকে আলোচনার মাধ্যমে বাণিজ্য সঙ্কট উত্তরণের আহ্বান জানিয়েছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়