শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৭ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘে যাওয়ার পথে যাত্রা বিরতিতে লন্ডন পৌ‌ছেঁ‌ছেন প্রধ‌ানমন্ত্রী

সাইদুল ইসলাম ,যুক্তরাজ্যঃ শুক্রবার লন্ডন সময় সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ বিমানের এক বিশেষ ফ্লাইটে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৩ তম অধিবেশনে যোগ দিতে আমেরিকা যাওয়ার পথে তিনি এই যাত্রাবিরতি করেন। রাত অাটটায় যুক্তরাজ্য অাওয়ামীলীগ সভাপ‌তি সুলত‌ান মাহমুদ শরীফ আমাদের সময় ডটকমকে জানান, হি‌থ্রো এয়ার‌পোর্টে নে‌মে মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষন অা‌গে সেন্ট্রাল লন্ড‌নের ক্ল্যা‌রিস হো‌টে‌লে এ‌সে পৌ‌ছেঁ‌ছেন। এয়ার‌পো‌র্টে লন্ড‌নে নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার, যুক্তরাজ্য অাওয়ামীলী‌গের শীর্ষ নেতৃবৃন্দ তা‌কেঁ স্বাগত জানান। রাত অাটটায় প্রধানমন্ত্রীর অবস্থানকরা হো‌টেল‌টির সাম‌নে যুক্তরাজ্য অাওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলী‌গের ক‌য়েকশ নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন।

এ‌দি‌কে যুক্তরাজ্য বিএন‌পি অতী‌তে প্রধানমন্ত্র‌ীর লন্ডন সফ‌রের সময় লন্ড‌নে হো‌টে‌লের সাম‌নে বি‌ক্ষোভ দেখা‌লেও এবার তারা হি‌থ্রো বিমানবন্দ‌রে অবস্থান নেন। এয়ার‌পো‌র্টে যুক্তরাজ্য বিএন‌পি সভাপ‌তি এম এ মা‌লেক ও সাধারন সম্পাদক কয়সর এম অাহ‌মে‌দের নেতৃ‌ত্বে ক‌য়েকশ নেতাকর্মী বি‌ক্ষো‌ভে অংশ নেন।

হোটেলে প্রধানমন্ত্রী ও অাওয়ামীলীগ সভা‌নেত্রী শেখ হা‌সিনার সা‌থে সৌজন্য সাক্ষাত ও কুশল বি‌নিময় ক‌রে‌ছেন যুক্তরাজ্য অাওয়ামী‌লী‌গের শীর্ষ নেতারা। স্থানীয় সময় রাত ৯টার দি‌কে সেন্ট্রাল লন্ড‌নের ক্লা‌রিজ হো‌টে‌লে প্রধানমন্ত্র‌ীর হো‌টেল স্যু‌টে এ সাক্ষাত অনু‌ষ্ঠিত হয়।

যুক্তরাজ্য অাওয়ামীলী‌গের সভাপ‌তি সুলতান মাহমুদ শরীফ জানান, দীর্ঘ যাত্রার ক্লা‌ন্তির পরও নেত্রী অামা‌দের সময় দেন। নেতারা ফু‌লের তোড়া দি‌য়ে স্বাগত জানাতে গে‌লে তি‌নি সবার খোঁজ খবর নেন।

এসময় অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন যুক্তরাজ্য অাওয়ামীলী‌গের সভাপ‌তি সুলত‌ান মাহমুদ শরীফ, সাধারন সম্পাদক সা‌জিদুর রহমান ফারুক, সহ সভাপ‌তি মোঃ জালাল উদ্দীন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়