শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৭ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৬৩ বছরে প্রথমবার সুইস ক্রোনা ছাপবে ব্রিটেন

রাশিদ রিয়াজ: বিশ্বের সবচেয়ে পুরাতন ব্যাংক সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক রিকসব্যাংকেন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ব্যাংক নোট ‘ক্রোনা’ ছাপা হবে বিদেশে। আর তা ছাপবে ব্রিটিশ কোম্পানি ডি লা রু। এ কোম্পানির সঙ্গে এমনি চুক্তি হয়েছে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের। আগাম তিন বছর ‘ক্রোনা’ ছাপা হবে ব্রিটেনে। আর সবকিছু ঠিকঠাক থাকলে এধরনের ছাপার কাজ আরো ৪ বছর বৃদ্ধি পেতে পারে। এ খবর দিয়েছে অর্থনৈতিক পত্রিকা ডেইলি ডাজেনস ইন্ডাস্ট্রি।

রিকসব্যাংকেন’এর প্রধান এ্যান ফ্রাইডেল বলেন, দ্রুত ‘ক্রোনা’ ছাপা ও সরবরাহককে পেয়ে আমরা খুশি। কারণ ডি লা রু খুবই স্বনামধন্য কোম্পানি। গত দুই’শ বছর ধরে এ কোম্পানিটির এধরনের মুদ্রা ছাপার কাজের অভিজ্ঞতা রয়েছে। আশা করি সুইশ ব্যাংক নোট নিরাপদেই ছাপবে কোম্পানিটি।

ব্রিটেন, আইসল্যান্ডসহ বিভিন্ন দেশের টাকা ছাপতে ডি লা রু’এর অভিজ্ঞতা থাকলেও এ কোম্পানির নিজস্ব কোনো কাগজ মিল না থাকায় প্রশ্ন উঠেছে টাকা ছাপানোর বিশেষ কাঁচামাল সরবরাহ করবে কোনো প্রতিষ্ঠান। তবে এ্যান ফ্রাইডেল বলেন, নিজস্ব সরবরাহকারী ওই কোম্পানিকে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করবে। এর আগে ১৭৫৫ সাল থেকে প্রকাশনা কোম্পানি তুম্বা ব্রুক সুইস ব্যাংকনোট ছেপে আসছিল। ২০০২ সালে তুম্বা ব্রুককে ‘ক্রেন’র কাছে বেচে দেয় রিকসব্যাংকেন। গত বছর ক্রেন তুম্বা ব্রুককে বন্ধ ঘোষণা করলে এর ১৪০ জন লোকবল মাল্টায় চলে যায়। কিন্তু সুইস ব্যাংক নোট ইউরোপের কোনো দেশে ছাপার বাধ্যবাধকতা থাকায় শেষমেষ তা ব্রিটেনেই ছাপার সিদ্ধান্ত হয়। রিকসব্যাংকেন ১৬৬৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পর বিশ্বের তৃতীয় পুরাতন ব্যাংক হিসেবে চালু রয়েছে। গত বছর এ ব্যাংকটি ডিজিটাল নোট ই-ক্রোনা চালুর সিদ্ধান্ত নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়