শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর ঘরে বসে থাকলে চলবে না: রব

ইউসুফ আলী বাচ্চু : নেতাকর্মী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব দলের বলেছেন, আমরা আর ঘরে থাকতে চাই না। আর ঘরে বসে থাকলে চলবে না। এবার আমাদেরকে মাঠে যেতে হবে।

শ‌নিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে কার্যকর গণতন্ত্র, আইনের শাসন ও জনগ‌ণের ভোটাধিকার নি‌শ্চিত করোর ল‌ক্ষ্যে জাতীয় ঐক্য গড়‌তে নাগ‌রিক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

রব বলেন, দেশের কোনও ব্যাংকে আজ টাকা নাই, খনিতে কয়লা নাই, সব লুট হয়ে গেছে। কবে মানচিত্র লুট হয়ে যাবে সেই চিন্তায় আছি। সরকার উন্নয়ন করেছে তার সাথে লুটপাটও করেছে। এক টাকার উন্নয়ন করে একশো টাকা লুট করেছে সরকার। তাই আমাদেরকে এ সমস্ত অন্যয়ের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে এখনই মাঠে নামতে হবে।

তিনি বলেন, এই মুহূর্তে দেশে নির্বাচনকালীন সরকার প্রয়োজন। তবে নিরপেক্ষ সরকারে যারা থাকবে তারা নির্বাচন করতে পারবে না। এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্যের সরকার।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিনের পরিচালনায় ও ড. কামাল হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ও নিতাই রায় চৌধুরী।

এছাড়াও সমাবেশে উপস্থিত আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, জাসদ (জেএসডি) একাংশের সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির পক্ষে বৃহত্তর জাতীয় ঐক্যের সমন্বয়ের দায়িত্বে থাকা ডা. জাফরুল্লাহ, মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক সুলতান মনসুর আহমদ, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়