শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৭ হাজার ৪’শ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন মার্কিন সিনেটের

রাশিদ রিয়াজ: বেঁধে দেয়া সময় শেষ হবার আগেই ৬৭ হাজার ৪’শ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। গত এক দশকের মধ্যে পুরো বছরের মার্কিন প্রতিরক্ষা বাজেট একসাথে এবারই অনুমোদন দিলেন সিনেটররা। মূল প্রতিরক্ষা ব্যয় হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ৬০৬ বিলিয়ন ডলার। এর সাথে বিদেশি আগাসন মোকাবেলায় বরাদ্দ রাখা হয়েছে আরো ৬৮ বিলিয়ন ডলার। একই সঙ্গে হোয়াইট হাউস অনুরোধ করেছে আগামী গ্রীষ্মের আগেই অনুমোদিত প্রতিরক্ষা বরাদ্দ যেন ছাড় শুরু হয়। মিলিটারিটাইমস

মার্কিন প্রতিরক্ষা বাজেটের এ বরাদ্দ থেকে আগামী বছরের জানুয়ারিতেই সামরিক বাহিনীর লোকবলের বেতন ২.৬ ভাগ বৃদ্ধি পাবে। ১৬ হাজার ৪’শ সেনার এক রিজার্ভ ফোর্স গঠন করা হবে। সামরিক অভিযান ও রক্ষণাবেক্ষণে খরচ হবে ২৪৩.২ বিলিয়ন ডলার। গবেষণা ও উন্নয়ন খাতে ৯৬.১ ও স্বাস্থ্য ও সামরিক সদস্যদের পরিবারের কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ৩৪.৪ বিলিয়ন ডলার।

এছাড়া ১৩টি নতুন যুদ্ধ জাহাজ, ডিডিজি-৫১ গাইডেড ক্ষেপণাস্ত্র সজ্জিত ৩টি ডেস্ট্রয়ার, ২টি ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন, ৯৩টি এফ-৩৫ যুদ্ধবিমান, ৫৮টি ইউএইচ-৬০ ব্লাক হক হেলিকপ্টার, ৬৬টি এএইচ-৬৪ এ্যাপাচি হেলিকপ্টার, ১৩টি ভি-২২ বিমান সংগ্রহ ছাড়াও দেড় বিলিয়ন ডলার খরচে ১৩৫টি আব্রাহাম ট্যাংককে আরো উন্নত করা হবে।

মার্কিন প্রতিরক্ষা বাজেট অনুমোদন দেয়ার আগে এক বক্তব্যে সিনেট মেজরিটি নেতা মিচ ম্যাককনেল আর-কি বলেন, কয়েক বছর ধরে সশস্ত্র বাহিনীগুলোতে বরাদ্দ সংকোচনের পর নতুন এ প্রতিরক্ষা বাজেট মার্কিন সামরিক বাহিনীকে পুননির্মাণের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে আরো ত্বরান্বিত ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে। মার্কিন প্রতিরক্ষা বাজেট ৯৩-৭ ভোটে পাশ হয়। এতে আগামী বছর মার্কিন সামরিক বাহিনীর খরচ ৩ শতাংশ বৃদ্ধি পাবে। ২০০৮ সালের পর পেন্টাগন এই প্রথমবারের মত বিনা বাধায় বাজেট বরাদ্দ পেল। আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অনুমোদন বিলে স্বাক্ষর করবেন। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জিম ইনহোফ এ প্রতিরক্ষা বাজেট অনুমোদনকে কংগ্রেস ও সামরিক বাহিনীর জন্যে এক বিরাট বিজয় বলে অভিহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়