শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাফায়েল চুক্তিতে রিল্যায়ান্সকে রাখতে বাধ্য করেছিল ভারত: ওলাঁদ

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ফরাসি সরকারকে অনিল অম্বানীর রিলায়্যান্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজকে রাফাল-চুক্তিতে মনোনীত করতে আহ্বান জানান। ফরাসি একটি পত্রিকায় সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সাবে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদ বলেন, ‘ভারত সরকার আমাদের ওপরে রিলায়্যান্সকে চাপিয়ে দেয়া হয়েছিল। আমাদের সামনে কোনও বিকল্প ছিল না।’ এদিকে, প্রতিবেদনটি প্রকাশের মধ্য দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দাবিই সত্যি হল। রাহুল বেশ কয়েকবারই মোদির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, যুদ্ধবিমান তৈরির কোনও অভিজ্ঞতা না থাকার পরও, বিপুল দেনায় জর্জরিত অনিলের সংস্থাকে রাফালের বরাত পাইয়ে দিয়েছেন মোদীই।

প্রতিবেদন প্রকাশের পর, রাহুল আবারও অভিযোগ করেছেন মোদী ব্যক্তিগত স্তরে রাফাল চুক্তির দর-কষাকষি করেছেন। বন্ধ দরজার আড়ালে চুক্তি পাল্টেছেন। প্রায় তিন গুণ বেশি দামে ৩৬টি রাফাল কেনায় কোষাগারের ৪১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি এক টুইটবার্তায় বলেন, ‘ওলাঁদের দৌলতে জানলাম, প্রধানমন্ত্রী ব্যক্তিগত ভাবে কোটি কোটি ডলারের চুক্তি দেউলিয়া অনিল অম্বানীকে পাইয়ে দিয়েছেন।’

রাফাল-নির্মাণকারী সংস্থা দাসোর সঙ্গে চুক্তি হয়েছে তাঁর সংস্থার। সেখানে মোদী সরকারের ভূমিকা নেই বলে এতদিন ধরে ভারতের রাজনীতিবিদ ও অনিল অম্বানি যে দাবি করেছিলেন তা মিথ্যা বলেই প্রমাণিত হল। ২০১৫ সালে ওলাঁদের আমলেই মোদীর ফ্রান্স সফরে আচমকা ৩৬টি রাফাল কেনার চুক্তি ঘোষণা হয়। পরের বছর ওলাঁদ দিল্লি এলে চুক্তিটি সাক্ষরিত হয়। ওলাঁদের সঙ্গিনী জুলি গায়েটের সঙ্গে অনিলের প্রযোজনা সংস্থা সিনেমা করছিল বলেও প্রতিবেদন বেরোয়। আনন্দবাজার, এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়