শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সরকারের সঙ্গে জোটে থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না’

জান্নাতুল ফেরদৌসী : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, সরকারের (আওয়ামী লীগ) সঙ্গে জোটে থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য, বড় একটা শূন্য। আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যে নেমেছে বলে দেয়া বক্তব্য থেকে ইউটার্ণ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মাত্র পাঁচ মাসের ব্যবধানে পুরো উল্টো কথা তাঁর।

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, 'রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানের যে অবস্থা তাতে আমার মনে হয় আমি যদি সরকারের সঙ্গে জোটে থাকি। তাহলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।'

টানা দুই মেয়াদে সরকারের ব্যাপক উন্নয়নের ফলে এ অঞ্চলের মানুষ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে প্রতিদান দিতে চায় উল্লেখ করে এরশাদের আসনটিসহ ছয়টির সব ক’টিতেই নৌকার প্রার্থী চান স্থানীয় নেতাকর্মীরা।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, 'নৌকার প্রার্থী দিলে জয়লাভ করবে রংপুরে।'

রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি বলেন, 'আগের চেয়ে এত বেশি উন্নয়ন হচ্ছে এর জন্যই মানুষ নৌকা মার্কায় ভোট দেবে।'

কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগিতে যে তালিকা দিয়েছেন তা থেকে ৩০টি ছেড়ে দিতে রাজি থাকলেও বৃহত্তর রংপুরের ২২টিতে ছাড় দেবেন না বলে আসছেন শুরু থেকেই। এখনো সে অবস্হানে অনড় এরশাদ।

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, 'আমরা আসন ছাড়তে রাজি নই। লিস্ট দিয়েছি ১০০ টা ৭০-৮০ টা নিশ্চয় পাবো।'

গত নির্বাচনে জেলার ছয়টি আসনের চারটি চলে যায় আওয়ামী লীগের দখলে, যার একটিতে জয়ী হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয়ী হয়ে ড. শিরিন শারমিন চৌধুরী হন স্পিকার। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়