শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০১ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেলে ঐক্য প্রক্রিয়ার সমাবেশ, আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ৪ নেতা

সাব্বির আহমেদ : বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশ আজ শনিবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হবে। ওই ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দিতে পারে বিএনপি। জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে বিএনপির ৪ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের বৈঠকে অংশ নেওয়া নেতারা এমন আভাস দিয়েছেন।

বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর (বি.চৌধুরী) বারিধারার বাসায় এই বৈঠক হয়েছে। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির নেতারা বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যান।
বৈঠকের একটি সূত্র জানিয়েছে, জাতীয় ঐক্য প্রক্রিয়ার শনিবারের সমাবেশ উপলক্ষে বি. চৌধুরীর সঙ্গে শুক্রবারের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বদরুদ্দোজা চৌধুরীর থাকার কথা রয়েছে। সমাবেশে বিএনপির অবস্থান কী হবে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিএনপি কীভাবে থাকবে এই বিষয়গুলো নিয়েই শুক্রবারে বৈঠকে আলোচনা হয়েছে।

দলের মহাসচিব ছাড়াও বৈঠকে থাকা বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ। এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী। তবে কোনো পক্ষই বৈঠকে হওয়া আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানায়নি।

ধারণা করা হচ্ছে, জাতীয় ঐক্য প্রক্রিয়ার শনিবারের সমাবেশ থেকে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের সূচনা হতে পারে। আসতে পারে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সমন্বিত কর্মসূচিও।

বিএনপি দীর্ঘদিন ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টা চালিয়ে আসছে। তারও আগে জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন ড. কামাল হোসেন। এই উদ্যোগকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছে কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

শনিবারের সমাবেশে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে বিএনপি ও বেশ কটি বাম দলের কর্মীদের বড় উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়