শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৯ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিশোধ নিলে আরো কঠোর ব্যবস্থা: চীনকে ট্রাম্প

আব্দুর রাজ্জাক: প্রতিশোধ নেয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জন্য আরো ‘বারুদ’ অপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন। বেইজিংয়ের প্রায় ২০হাজার কোটি ডলারের পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্কের পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়ায় ট্রাম্প দেশটিকে এমন হুঁশিয়ারি দিলেন।

শুক্রবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা চীনের অন্যায় বাণিজ্য চর্চার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছি। আমরাই তাদের উন্নত অর্থনীতির দেশে পরিণত করেছি কিন্তু আর নয়। এবার তাদের লাগাম টেনে ধরার সময়। ইতোমধ্যেই তাদের প্রায় ৫০ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ২৫ শতাংশ হারে করারোপ করেছি এমনকি নতুন করে আরোপিত আরো প্রায় ২০ হাজার কোটি ডলারের শুল্কারোপ আগামী ১ জানুয়ারি থেকে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নিত হবে।’

এদিকে চীন আরো অন্তত ৬০ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করেছে যা আগামী সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অবৈধ বাণিজ্যযুদ্ধ শুরু করেছে এমনকি এই বিষয়টি ইতোমধ্যেই তারা বিশ্ব বাণিজ্য সংস্থায়ও উত্থাপন করেছে বলে বেইজিং অভিযোগ করেছে। আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়