শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নায়ক’ গেলো সেন্সরে

বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক বাপ্পি ও নবাগতা অধরা খান জুটির নতুন ছবি 'নায়ক'। গত ১৬ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ হয় ছবিটির প্রথম গান ‘এলোমেলো'। প্রচার প্রচারণার অভাবে গানটি খুব একটা সাড়া ফেলতে না পারলেও ইমরান ও কনার গাওয়া গানটিতে বাবা যাদবের কোরিওগ্রাফি প্রশংসিত হয়েছে। এবার যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান জানালেন ২০ সেপ্টেম্বর সেন্সরে জমা দেয়া হয়েছে ছবিটি।

আগামী রবিবার ছবিটি সেন্সরে প্রদর্শিত হবে বলে সেন্সর কর্তৃপক্ষের বরাতে জানা গেছে। সমকাল অনলাইনকে পরিচালক বলেন, 'নায়ক দর্শকরা যে ধরনের ছবি চায় সেটা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে। তাই ছবিটি তাড়াহুড়া করে আমি মুক্তি দিতে চাই না। দর্শকদের আমরা একটি ভালো সিনেমা উপহার দেয়ার চেষ্টা করছি। ছবিটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই ভালো দিনক্ষণ দেখে সিদ্ধান্ত নেয়া হবে কবে মুক্তি দেয়া হবে।'
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তিনি বলেন, 'নায়ক অন্যতম ভালো একটি ছবি হবে। সঠিকভাবে প্রচার প্রচারণা চালিয়ে ছবিটি মুক্তি দিলে আমার বিশ্বাস দর্শকরা ছবিটি গ্রহণ করবেন। কারণ ছবিটিতে বিনোদনের সব কিছুই রয়েছে।'

ছবিটির নায়িকা অধরা বলেন, ’ছবিটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। ছবিটির সব কিছুই প্রপারলি করার চেষ্টা করেছেন পরিচালক। আশা করি মুক্তি পেলে দর্শকরা ছবিটি দেখে আনন্দ পাবেন।'

'নায়ক' প্রযোজনা করেছে যাদুরকাঠি মিডিয়া। ছবিটির গল্প লিখেছেন দেলোয়ার জাহান দিল। সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়