শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটাকা’র টাকা গেল স্কুলে

বিনোদন ডেস্ক : চলতি বছর ২৬ এপ্রিল সবার সঙ্গে পরিচয় ঘটে গায়িকা নুসরাত ফারিয়ার। প্রকাশ পায় তার গাওয়া প্রথম গান-ভিডিও ‘পটাকা’।
অনেকটা শখের বশে গানটি গাইলেও এর পেছনে ছিল তার মহৎ একটি উদ্দেশ্য। এটি প্রকাশের সময়ই ফারিয়া জানিয়েছিলেন, ‘পটাকা’ থেকে প্রাপ্ত লভ্যাংশের ১০ ভাগ দেবেন শিক্ষার্থীদের জন্য, একটি স্কুলের ফান্ডে।

কথা রেখেছেন দুই বাংলার চলচ্চিত্রমুখ। আজ (২০ সেপ্টেম্বর) গান থেকে পাওয়া লভ্যাংশ ময়মনসিংহের রাইমনি গ্রামের লে. জে. এম হারুনুর রশীদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন তিনি।
ফারিয়ার সঙ্গে মুঠোফোনে যখন কথা হচ্ছিল তখনও তিনি রাইমনি গ্রামে বললেন, ‘আমার মনে হয় এটা তাদের জন্য জরুরি ছিল। টাকার পরিমাণটা উল্লেখ করতে চাচ্ছি না। তবে এটা তাদের বেশ কাজে আসবে বলেই আমার মনে হয়। সবচেয়ে বড় বিষয়, তাদের মুখে আজও আমি অন্যরকম হাসি দেখেছি। এটাই বড় প্রশান্তির বিষয়।’
ফারিয়া জানান, এ সময় উপস্থিত ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা লে. জে. এম হারুনুর রশীদ।
স্কুলটি প্রসঙ্গে ফারিয়া বললেন, ‘এটি আমাদের পারিবারিক স্কুলের মতো। মানে আমার পরিবারের সদস্যরা এর সঙ্গে জড়িত। রাইমনি গ্রামে কোনও স্কুল ছিল না। সেই অভাব থেকে চার বছর আগে এটি প্রতিষ্ঠা করা হয়।’
‘পটাকা’ গানটির গাওয়ার পাশাপাশি এটির ভিডিও পরিকল্পনা করেন ফারিয়া নিজেই। এর কথা লিখেছেন রাকিব রাহুল। সুর-সংগীত করেছেন প্রীতম হাসান।
গানের ভিডিওটির কোরিওগ্রাফি ও পরিচালনা আছেন ভারতের পরিচালক বাবা যাদব। এটি সিএমভি থেকে প্রকাশিত হয়। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়