শিরোনাম

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নতুন ছবি নেই হলগুলো চলছে পুরাতন ছবি দিয়ে’

মহিব আল হাসান : দীর্ঘদিনের রীতি অনুযায়ী বাংলাদেশের হলগুলোতে প্রতি শুক্রবার এলেই নতুন ছবি দেখার জন্য দর্শক আগ্রহ নিয়ে সিনেমা হলে ভিড় করতো।ছুটির দিন থাকায় অন্যদিনের তুলনায় সিনেমা হলগুলোতে মানুষের জটলা চোখে পড়ার মতো থাকে। তবে এ সপ্তাহে নতুন কোনও সিনেমা মুক্তি পাইনি। নতুন কোনও সিনেমা মুক্তি না পাওয়ায় গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমাসহ আগের বেশকিছু মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার আমদানি করা সিনেমা ‘নাকাব’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সে সিনেমাটিও মুক্তি পায়নি।এ বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিঢিয়া থেকে জানানো হয় তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় ভারতীয় এ ছবিটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না এ সপ্তাহে।

অন্যদিকে দেশের প্রেক্ষাগৃহগুলোকে সচল রাখতে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ও পরিবেশিত সিনেমা সুলতান, পোড়ামন ২,পাষাণ,  ফিদা, বিজলী, ইন্সপেক্টর নটি কে, নবাব, বাদশা, অঙ্গার ও রোমিও বনাম জুলিয়েট। এই পুরানো সিনেমাগুলো দিয়ে ধুকে ধুকে চলছে হলগুলো।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও রাজধানীর মধুমিতা হলের কর্ণধার ইফতেখার চৌধুরী নওশাদ বলেন, ‘ চলচ্চিত্রের যে অবস্থা তাতে করে আবার সিনেমা নেই সবমিলিয়ে সিনেমা এখন একটা মরুভূমিতে রয়েছে। এখন যেমন ছবি ঘিড়ে দর্শকের আগ্রহ তেমন নেই। ছবির বিষয়ে বলেন, যে ছবিগুলো মুক্তি পাচ্ছে তা মুক্তি দিতে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে। আবার আমদানি করে ছবি মুক্ত দেওয়ার ক্ষেত্রেও অনেক বাধা আসে। এখন সেন্সর বোর্ডে ছবি নেই হলে কিভেিব নতুন ছবি আসবে এটাই ভাবার বিষয়। এ বিষয়ে ভাবতে এখন অনেক কষ্ট লাগে।

দেশে চলতি বছরে এখন পর্যন্ত দেশিয় ও আমদানি করা ছবিসহ মোট ৩৩টি ছবি মুক্তি পেয়েছে। এই ছবিগুলোর বেশিরভাগ সিনেমা দর্শক খড়ায় ভুগছে। এখন দেখার অপেক্ষা সিনেমা শিল্প কোনদিকে মোড় নিচ্ছে। বর্তমান সংকট কাটিয়ে পূর্বের অবস্থানে ফিরবে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়