শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৬ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন-পাকিস্তান সিপেক প্রকল্পের কৌশলগত অংশীদার হচ্ছে সৌদি আরব

ওমর শাহ: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপেক) প্রকল্পের কৌশলগত অংশীদার হতে যাচ্ছে সৌদি আরব। ইমরান খান সৌদি সফরে বাদশাহ সালমান বিন আব্দুল আজিক ও ক্রাউন প্রিন্সকে এ প্রকল্পের অংশীদার হতে আহ্বান জানালে সৌদি আরব এতে সম্মতি দিয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। খবর: জিও নিউজ

ফাওয়াদ চৌধুরী বলেন, সৌদি ক্রাউন প্রিন্স আশ্বাস দিয়েছেন, সৌদি আরব পাকিস্তানের পাশে থাকবেন। ইমরান খানও ক্রাউন প্রিন্সকে জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তা রক্ষা পাকিস্তানের নিরাপত্তা রক্ষার মতোই।
ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, সৌদি বাদশাহর প্রস্তাবে এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তায় সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের বিশ্বস্ত প্রতিনিধি দল পাকিস্তান সফরে আসবে। তাদের সঙ্গে সৌদি অর্থমন্ত্রী ও জালানি মন্ত্রীও আসবেন।

তিনি বলেন, সিপেক প্রকল্পে তৃতীয় কৌশলগত অংশীদার দেশ হবে সৌদি আরব। সিপেক প্রকল্পে সৌদি আরব বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে। যা চুক্তি হবে, তা স্পষ্ট ও স্বচ্ছ হবে। ইমরান খানও নিশ্চত করেছেন, পাকিস্তান সৌদি আরবকে নিরাপত্তা সহায়তা দেবে।

ফাওয়াদ চৌধুরী জানান, ইমরান খানের আরব আমিরাত সফরেও দেশটির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আমিরাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিও পাকিস্তান সফরে আসবেন। প্রতিনিধি দলটির সঙ্গে করাচিতে পানি সরবরাহের ব্যাপারে আলোচনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়