শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেরা মা’দের সম্মাননা প্রদান

আরমান কবীর সৈকত, টাঙ্গাইল : “মান সম্মত শিক্ষা-শেখ হাসিনার দীক্ষা” শ্লোগান নিয়ে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও সেরা মা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান তিনটি ক্যাটাগরীতে ২০জন সেরা মা, ২০জন সেরা নাম্বারধারী ছাত্র-ছাত্রী এবং ৫জন সেরা দাতা সদস্যদের সম্মাননা প্রদান করেন।

বৃহস্পতিবার বেড়াবুচনা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সম্মাাননা প্রদান অনুষ্ঠানে বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকতারুন নাহার, সহকারী শিক্ষা অফিসার মেরিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খন্দকার আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বেড়াবুচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান্দ আরা হক।এর আগে বিদ্যালয়ের কোমলমতি শিশুরা গান গেয়ে ও বাদ্য দলের মাধ্যমে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ করে নেয়। এ সময় প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে নিরাপদ সড়ক চাই এর লিফলেট বিতরণ করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়