শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫০ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবাধিকার সুরক্ষায় ইউপিআর ফোরামের ১৭৮ সুপারিশ গ্রহণ করেছে বাংলাদেশ

সাইদ রিপন : মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতি বা ইউনিভার্সেল পিরিওডিক রিভিউ (ইউপিআর) ফোরাম যে ২৫১ টি সুপারিশ করেছিল, তার মধ্যে ১৭৮ সুপারিশকে চূড়ান্তভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। অবশিষ্ট ৭৩টি সুপারিশের বিষয়ে নিজস্ব বক্তব্য সম্বলিত ‘নোট’ দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ কর্তৃক গৃহীত এসব সুপারিশের মধ্যে ২৫টি সুপারিশ মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা সম্পর্কিত। জাতিসংঘে চলমান মানবাধিকার পরিষদের অধিবেশনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এসব সুপারিশ গ্রহণ করেছে। এসব সুপারিশ গ্রহণ ও ইউপিআরের তৃতীয় মেয়াদে বাংলাদেশের গঠনমূলক সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯।

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৩৯তম অধিবেশনে বাংলাদেশের ইউপিআর সুপারিশ গ্রহণ বিষয়ে আর্টিকেল ১৯ একটি বিবৃতি পাঠ করে, যেটি বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ করা হয়। বিবৃতিতে ১৭৮টি ইউপিআর সুপারিশ গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে স্বাগত জানিয়েছেন আর্টিকেল ১৯ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান।
তিনি বলেন, ‘বাংলাদেশ কর্তৃক গৃহীত এসব সুপারিশের মধ্যে ২৫টি সুপারিশ মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা সম্পর্কিত।

তবে মত প্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ ও প্রতিবাদের স্বাধীনতা পরিস্থিতির সাম্প্রতিক অবনতিতে আমরা উদ্বিগ্ন।’’

বিবৃতিতে বলা হয়েছে, আইসিটি আইনের বিতর্কিত ৫৭ ধারায় চলতি বছর এ পর্যন্ত ৯০টিরও বেশি মামলা হয়েছে। আইসিটি আইনের ৫৭ ধারায় প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের গ্রেফতারের ঘটনা এবং জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতা চর্চায় সহায়ক নয়। তবে ইউপিআর সুপারিশগুলো বাস্তবায়নে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে লক্ষ্যে যেন তারা কাজও করে। গৃহীত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নে সিভিল সোসাইটির সঙ্গে কাজ করারও আহ্বান জানিয়েছে আর্টিকেল ১৯।

উল্লেখ্য, ‘ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’ (ইউপিআর) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মানবাধিকার পরিস্থিতি উন্নতির লক্ষ্যে প্রতিষ্ঠিত। এই প্রক্রিয়ার অধীনে বর্তমানে চার বছর অন্তর অন্তর জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ নিজ নিজ রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার সুযোগ পায় এবং সেটির আলোকে মানবাধিকার পরিস্থিতি সমুন্নতকরণে এবং নাগরিকদের প্রতি দায়দায়িত্ব পরিপূরণে গৃহীত পদক্ষেপসমূহ ঘোষণার সুযোগ পায়। ইউপিআর তুলনামুলকভাবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি নতুন এবং অধিক কার্যকর ব্যবস্থা হিসেবে মানবাধিকার পরিস্থিতিকে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইউপিআর বা সার্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির আওতায় ২০০৯ সালে, ২০১৩ সালে এবং ২০১৮ সালে বাংলাদেশের মানবাধিকার
পরিস্থিতির পর্যালোচনা করা হয়।

সর্বশেষ মে, ২০১৮ সালে অনুষ্ঠিত তৃতীয় চক্রের পর্যালোচনায় বাংলাদেশ সরকার ২৫১টি সুপারিশের মধ্যে ১৬৭টি সুপারিশ গ্রহণ করে। এসব সুপারিশের মধ্যে ২৫টিরও বেশি সুপারিশ মতপ্রকাশের স্বাধীনতার অধিকার, সংগঠন ও সমাবেশের অধিকার, ধর্ম ও বিশ্বাসের অধিকার এবং সংখ্যালঘুদের সুরক্ষার অধিকার সম্পর্কিত। চূড়ান্ত অধিবেশনেও সরকার সেই ২৫টি সুপারিশ মেনে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়