শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী আলেমদেরকে সম্মান করছেন আল্লাহ তাকে সম্মানিত করবেন : মিজবাহুল রহমান

মো. ইউসুফ আলী বাচ্চু : ইসলামি ফাউন্ডেশনের গর্ভনর মিজবাহুল রহমান বলেছে, দাওরা সনদকে মাস্টার্স এর সমমানের মর্যাদা দিয়ে প্রধানমন্ত্রী আলেম সমাজকে সম্মানিত করেছে, আল্লাহ তাকে সম্মানিত করবেন। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামিক স্কলার্স ফোরাম আয়োজিত, আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই কওমি সনদের স্বীকৃতি দিয়ে তিনি যে সম্মান দেখিয়েছেন। আল্লাহ কে হাজির নাজির রেখে আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ সম্মান বাড়িয়ে দেন। আমরা তথা আমাদের পরিবার তাকে আজীবন দোয়া করব। আল্লাহ যেন তাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন করেন। আমাদের চেষ্টা থাকবে চলমান কাজগুলোকে শেষ করতে পারে সে জন্য আমরাও আবার ভোট দিয়ে ক্ষমতায় আনা।

প্রধান আলোচক মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের চেষ্টা থাকবে তাকে পুনরায় ভোটদিয়ে ক্ষমতায় আনা। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দীর্ঘদিনের কওমি সনদের সরকারি স্বীকৃতি দান, সে দাবি আজ বাস্তবে পরিণত হল। এছাড়াও অদ্যবধি বিভিন্ন তথ্যের ভিত্তিতে বাস্তবায়িত ও চলমান কর্মকা-ের যে চিত্র জাতির সামনে ফুটে উঠেছে সে সকল কর্মকান্ডের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানান।

ইসলামের প্রচার-প্রসারে যে সকল অবদান রেখেছেন তার একটি বাস্তব চিত্র জাতির সামনে দৃশ্যমান। তিনি  ইসলাম প্রচারে ৫৬০ মডেল মসজিদ স্থাপনের কাজ শুরু করেছেন, তিনি ১০১০ টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা । এ দেশে একটি স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশনায় ২০১০ সালে ৫ বছর মেয়াদি হজ্জ নীতিমালা প্রনয়ন করা হয়েছে। হজ্জ যাত্রীদের সুবিধার জন্য ২০১১ সালে জেদ্দা হজ্জ টার্মিনাল প্লাজা ভাড়া নিয়ে বাংলাদেশ প্লাজা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন কারেন মেজর জেনারেল (অবঃ) এটি এম আব্দুল ওয়াহাব এমপি।

আল্লামা রুহুল আমিন খান উজানীর সভাপতিত্বে মুফতি মহিবুল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মো. আব্দুর রাজ্জাক, মুফতি নুর হোসেন নুরানি, কারি হাবিবুল্লাহ বেলালী, অধ্যাপক সাঈখ উছমান গনী, মাওলানা দেলোয়ার হোসাইন, জাওহার ইকবাল খান, মুফতি আবু ইউসুফ গওহরী, সেলিম-ই আহমাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়