শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৭ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে আজ ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

ডেস্ক রিপোর্ট : ‘সুস্থ সংগীতের বিকাশ’ এই লক্ষ্যকে সামনে রেখে আজ হবিগঞ্জের ‘দ্য প্যালেস’ হোটেলের উক্ত চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ বছর আজীবন সম্মাননা দেওয়া হবে নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীকে। আয়োজনের দিক দিয়ে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ প্রতিবারই কিছু না কিছু চমক থাকে।

এ চমকের অংশ হিসেবে এবার যুক্ত হচ্ছে দুই যুগেরও অধিক সময় যাদের সংগীত জগতে বিচরণ তাদের নিয়ে ‘গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস’। তিন ঘণ্টার আয়োজনটি উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় ইজাজ খান স্বপন। আজীবন সম্মাননাসহ ১৬টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার এবং ৬ ক্যাটাগরিতে গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস। ক্যাটাগরিগুলো হল রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, গীতিকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, আধুনিক গান, ব্যান্ড, নবাগত, ছায়াছবির গান এবং উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ)। অন্যদিকে গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস ক্যাটাগরিতে থাকছে রবীন্দ্র, নজরুল, লোক, ছায়াছবি, আধুনিক ও গোল্ডেন মেকার।

এবারের অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন মমতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মিতালী মুখার্জী, চন্দনা মজুমদার, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যা, আফজাল হোসেন, কনা, মেহরীন, কোনাল, এলিটা, অনিমা রায়, নুসরাত ফারিয়া প্রমুখ।সূত্র : আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়