শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় প্রথমবারের মতো বায়ো টেকনোলোজি মেলা অনুষ্ঠিত

নূর মাজিদ : এবারই প্রথমবারের মতো রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল বায়ো টেকনোলোজি মেলা। চলতি মাসের ৭ ও ৮ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে এই মেলার আয়োজন করা হয়। মেলাটির আয়োজক ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনলজি। প্রথমদিন মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে সংস্থাটি দুইদিনব্যাপী এই আয়োজন স¤পন্ন করে । মূলত বাংলাদেশে জৈব প্রযুক্তি সংক্রান্ত সচেতনতা, গবেষণা এবং ব্যবসা উদ্যোগ বাড়ানোর লক্ষ্যেই এই মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এবারের আয়োজন সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনলজির ভাইস প্রেসিডেন্ট সোওগাতুল ইসলাম।

বায়ো টেকনোলোজি মেলায় অংশ নেয় ৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক গবেষণা ও সেবা সংস্থা। তারা মেলায় নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্ভাবিত ও গবেষণা চলমান রয়েছে এমন সব প্রযুক্তির প্রদর্শনী করে। উদ্বোধনের পর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টলগুলো পরিদর্শন করেন মন্ত্রী ইয়াফেস ওসমান। এসময় তিনি স্থানীয়ভাবে উদ্ভাবিত জৈব প্রযুক্তির ভ’য়সী প্রশংসা করেন। তিনি বলেন, আমার মন্ত্রণালয় জৈব প্রযুক্তির প্রসারের স্বার্থে গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সাহায্য- সহযোগিতা দিয়ে যাবে এবং তাদের সঙ্গে একযোগে কাজ করবে। বিশেষ করে, তাদের নতুন উদ্ভাবনী প্রচেষ্টায় সক্রিয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়াও, কৃষিখাতের উন্নয়ন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং শিল্পখাতের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় জৈব প্রযুক্তির গবেষণা ও উদ্ভাবনের প্রতি তিনি বিশেষ গুরুতবারোপ করেন।

এবারের মেলায় তুরুন গবেষক এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানা ধরণের আয়োজন করা হয়। এসব আয়োজনের মধ্যে অন্যতম হলো, তিন মিনিটের মধ্যে তাদেরকে ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের সুযোগ করে দেয়া, গবেষণাধর্মী পোস্টার প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন। এই মেলা তরুণ গবেষক, শিক্ষার্থী এবং শিক্ষকদের এক মিলন মেলায় রুপ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়