শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের টাকা বিনা খরচে দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে : অর্থমন্ত্রী

আদম মালেক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। প্রবাসীরা যেন বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারেন, সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

বাংলদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহিন প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, যে সব প্রবাসী রেমিটেন্স পাঠান তাদের একটা কষ্ট আছে। এখন প্রবাসীদের ফি দিয়ে টাকা পাঠাতে হয়। ফি দিয়ে যেন পাঠাতে না হয়, তার একটি প্রস্তাব আমরা বিবেচনা করছি। আশা ছিল, স্কিমটি কিছুদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারবো। তবে আমি নিশ্চিত নই, এটি করে যেতে পারবো কিনা। তবে ভবিষ্যৎ সরকার তা এগিয়ে নেবে।’

ফজলে কবির বলেন, ‘বাংলাদেশের বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য গত অর্থবছরে ১৪ থেকে ২৫ শতাংশ আমদানি বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশ থেকে রফতানি বাড়েনি।’ তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে বাংলাদেশের জিডিপি ৭.৮৬ শতাংশ। আমরা আশা করি, আগামী বছর আট শতাংশ জিডিপি অর্জনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের এক হাজার ৪৯৮ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা, যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।’

অনুষ্ঠানে এই বছর পাঁচটি ক্যাটাগরিতে মোট ৩৭টি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ২৯ জন ব্যক্তি, ৫ ব্যাংক ও প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন তিনটি এক্সচেঞ্জ হাউজকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়