শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৭ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুজরাটে বিধায়কদের বেতন বাড়ল

রাশিদ রিয়াজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে বিধায়কদের বেতন বাড়ল। বৃহস্পতিবারই গুজরাট বিধানসভায় বিধায়কদের বেতন সংক্রান্ত বিল পাশ হয়। বিধায়কদের বেতন বেড়েছে ৪৫ হাজার টাকা। যদিও এ নিয়ে বিরোধীদের তির্যক মন্তব্যের মুখে পড়তে হয় গুজরাট সরকারকে।

বৃহস্পতিবার বিধায়কদের বেতন নিয়ে একটি নতুন বিল পাস করা হয় গুজরাত বিধানসভায়। সেখানেই বিধায়ক, মন্ত্রীদের বেতন এবং অন্যান্য ভাতা বৃদ্ধি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই বৃদ্ধিতে চাপ বেড়েছে সরকারি কোষাগারের। গুজরাতের বিধায়কেরা বর্তমানে প্রতি মাসে ৭০ হাজার ৭২৭ টাকা বেতন পান। নতুন বিল অনুসারে তাদের বেতন বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ১৬ হাজার ৩১৬ টাকা। অর্থাৎ বেতন বাড়ল ৪৫ হাজার ৫৮৯ টাকা। এছাড়াও বৃদ্ধি পেয়েছে বিধায়কদের ভাতার পরিমাণ। তাঁদের দৈনিক ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। মাসিক ডাক ভাতার লস অফ পে ছিল এক হাজার টাকা। তা বেড়ে হয়েছে ১০ হাজার টাকা।

ওই রাজ্যের মন্ত্রীদের বেতনও বেড়েছে একই হারে। আগে গুজরাতের মন্ত্রীরা প্রতি মাসে ৮৬ হাজার টাকা বেতন পেতেন। তাঁদের বর্ধিত বেতন হয়েছে এক লাখ ৩২ হাজার টাকা করে। এই বর্ধিত বেতন ধার্য হচ্ছে ২০১৭ সালের ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে। যার অর্থ, পরবর্তী সময়ের টাকা গুজরাতের মন্ত্রী এবং বিধায়কেরা এরিয়ার হিসেবে পেয়ে যাবেন। ২০১৭ সালের ডিসেম্বর মাসে গুজরাত বিধানসভায় ১৮২ জন নির্বাচিত সদস্য ছিলেন। নতুন বেতন এবং ভাতার কাঠামো অনুসারে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে খরচ হবে ৭২ লাখ টাকা। বার্ষিক হিসেবে যার পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়