শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১৮ সভা অনুষ্ঠিত

দেবব্রত দত্ত : নারীদের যৌন হয়রানি ও প্রতিরোধ সুরক্ষা দেয়ার জন্য আমাদের দেশে এ সংক্রান্ত একটি আইন পাশ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পার্লামেন্টারিয়ান ককাস অন্ড চাইল্ড রাইটস এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম নেতৃবৃন্দ।

বৃহষ্পতিবার প্রস্তাবিত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১৮’ হস্তান্তর সম্পকিত আলোচনায় বক্তারা একথা বলেন।

জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মীর শওকাত আলী বাদশা এমপির সভাপতিত্ব করেন অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। সভায় সংসদ সদ্যস্যদের মধ্যে নাজমুল হক প্রধান, মনোরঞ্জন শীল গোপাল, আবুল কালাম, পঞ্চানন বিশ্বাস, ইয়াসিন আলী, কাজী রোজী, অ্যাডভোকেট উম্মে কুলসুম, কামরুন্নাহার চৌধুরী, অ্যাডভোকেট নাভানা আক্তার, উম্মে রাজিয়া কাজল এবং অ্যাড. হোসনে আরা। সভাটি সঞ্চালনা করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ফজলে রাব্বী মিয়া বলেন, যৌন হয়রানি প্রতিরোধ ও যৌন হয়রানি থেকে নারীদের সুরক্ষা দেয়ার জন্য আমাদের দেশে এই সংক্রান্ত একটি পাশ হওয়া উচিত। সরকারিভাবে না হলেও বেসরকারিভাবে যে কোনো সংসদ সদস্য আইনটি সংসদে উত্থাপন করতে পারেন।

অনুষ্ঠানে প্রস্তাবিত ‘যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১৮’-এর একটি কপি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং মীর শওকাত আলী বাদশা কাছে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়