শিরোনাম

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধলেশ্বরীর দূষণ বন্ধ করা যাবে না: নৌমন্ত্রী

সাজিয়া আক্তার : সাভারের ট্যানারি শিল্প এলাকায় নদী দূষণ রোধে কেন্দ্রীয় শোধনাগার বা সিএটিপি যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে হয়নি বলে মন্তব্য করেছেন নদী দূষণ সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান নৌমন্ত্রী শাহজাহান খান। তার মতে ধলেশ্বরীর দূষণ বন্ধ করা যাবে না। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে টাস্কফোর্সের ৩৮তম বৈঠকে তিনি এ কথা বলেন।

ঢাকার নদী দূষণ বন্ধ করতে হাজারিবাগের ট্যানারি শিল্পকে নেওয়া হয় সাভারে। নির্মাণ করা হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার। নদী দূষণ সংক্রান্ত টাস্কফোর্স বলছে সাভারে কেন্দ্রীয় শোধনাগার বা সিএটিপি পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয়নি।

টাস্কফোর্সের চেয়ারম্যান নৌমন্ত্রী শাহজাহান খান বলছে, বর্তমান ব্যবস্থায় ধলেশ্বরীর দূষণ বন্ধ করা যাবে না। এনিয়ে শীঘ্রই শিল্প মন্ত্রণালয়ের সাথে বৈঠক করার কথা জানান নৌমন্ত্রী।

তিনি বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানকে আহবায়ক করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থা বিভাগ তাদেরকে দিয়ে আমরা একটি নদী রক্ষা কমিটি গঠন করে দিয়েছি।

ঢাকায় ৪টি নদীর দখল ঠেকাতে সীমানা নির্ধারণ করে ৯ হাজার ৫৭৭ টি পিলার স্থাপন করে বিআইডাব্লিউটিএ। তবে ৩ হাজার ৮৬৬ টি পিলার নিয়ে আপত্তি উঠে। এর মধ্যে ১ হাজার ৭৯১টি আপত্তি নিষ্পত্তি হরা হয়েছে। আর বাকিগুলো জটিলতা দূর করতে জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠনের কথা জানান নৌমন্ত্রী।

নদীর সীমানা নির্ধারণে আরো ১০ হাজার ৪শ’ পিলার স্থাপনের সিদ্ধান্ত এসেছে বৈঠকে। নদী দখলমুক্ত করার পাশাপাশি সাধারণত মানুষের জন্য আশুলিয়া, শির্নী টেক ও টঙ্গীতে আরো দুটি ইকোপার্ক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়