শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের কথা জানেন না অনেকেই

সাজিয়া আক্তার : দেশে বেশকয়েকটি হাসপাতালে গরিব রোগীদের আর্থিক সহায়তা দিতে চালু আছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম। ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার খরচ এমনকি তাদের প্রয়োজনে দেওয়া হয় নগদ অর্থ সহায়তা। কিন্তু বিষয়টা না জানার কারণে হাসপাতালে আসা বহু দরিদ্র মানুষ বঞ্চিত হচ্ছেন এই সেবা থেকে। আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত এদের টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে দরকার সমন্বিত স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি। সূত্র: সময় টেলিভিশন

সরকারী হাসপাতালের বর্হিবিভাগে টিকিট কেটে ডাক্তার দেখাতে দূর-দূরান্ত থেকে আসছেন রোগীরা। আর এদের অনেকেই আর্থিকভাবে অস্বচ্ছল। তাদের সহায়তার জন্য ঢাকার ২৮টি হাসপাতালে চলছে সমাজসেবা কার্যক্রম।

ওষুধ ক্রয় ও রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার খরচ জোগানোসহ নানান আর্থিক সহায়তা দেওয়া হয় এসব কেন্দ্রে। কিন্তু হাসপাতালে আসা বেশিরভাগ মানুষেরই জানা নেই এ কার্যক্রম সম্পর্কে। আর যারা জানেন তাদেরও আছে নানা অভিযোগ।

সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে ৫ শতাধিক কেন্দ্রের মাধ্যমে সেবা দেওয়া হয় অস্বচ্ছল রোগীদের। তবে এজন্য নেই আলাদা বাজেট বরাদ্দ। সরকারি অর্থের অপ্রতুলতা আর জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের।

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মূল প্রতিপাদ্য বিষয় হল সমাজের কেউ পিছিয়ে থাকবে না। তাই দেশের দরিদ্রদের জন্য সরকারের এই উদ্যোগ যদি হয় দান-ক্ষয়রাত এবং যাকাতের উপর নির্ভরশীল তাহলে তার সফলতা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। তাই বিশেষজ্ঞদের অভিমত গুরুত্ব বিবেচনা করে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়