শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ রানে ৮ উইকেটের কৃতিত্ব নাদিমের

স্পোর্টস ডেস্ক : বিজয় হাজারে ট্রফির ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১০ রান খরচ করে শিকার করেছেন ৮টি উইকেট। আজ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের হয়ে এই কৃতিত্ব গড়েন স্পিনার শাহবাজ নাদিম। আর সেই সঙ্গে ভাঙেন দু’দশক আগের লিস্ট এ ক্রিকেটের বিশ্বরেকর্ডও। যে রেকর্ডটির মালিকও ছিল আরেক ভারতীয়।

বাঁ-হাতি এই স্পিনার রাজস্থানের বিরুদ্ধে ১০ ওভার হাত ঘুরিয়ে খরচ করেছেন মাত্র ১০ রান। চারটি মেডেনসহ শিকার করেছেন ৮ উইকেট৷ এর আগে লিস্ট এ ক্রিকেটে সেরা বোলিং ফিগার ছিল ১৫ রানে ৮ উইকেট। ১৯৯৭-৯৮ মৌসুমে দিল্লির বাঁ-হাতি স্পিনার রাহুল সাংভি হিমাচল প্রদেশের বিরুদ্ধে ঐ রেকর্ড গড়েছিলেন। পরবর্তীতে ভারতের জার্সি গায়ে শুধু মাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিমাত্র টেস্ট খেলেছিলেন রাহুল। এবার রাহুলকে টপকে শীর্ষে উঠে এলেন ঝাড়খণ্ডের স্পিনার নাদিম।

ভারতীয় জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত খেলার সুযোগ না পেলেও বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। সাম্প্রতিক সময়ে ঝাড়খণ্ডের হয়ে শাহবাজ ধারাবাহিকভাবে ফল করছেন। সম্প্রতি ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে খেলেছেন তিনি৷ ২৯ বছরের স্পিনার এখনও পর্যন্ত ৯৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩৭৫ উইকেট পেয়েছেন। ৮৭টি লিস্ট এ ম্যাচে ১২৪ উইকেট পেয়েছেন। আইপিএল ও অন্যান্য টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ১০৯ ম্যাচে নাদিমের উইকেট সংখ্যা ৮৯। এবার লিস্ট এ ক্রিকেটে আট উইকেট তুলে নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন শাহবাজ। জিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়