শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান খান অভিনয় করবেন তামিম ইকবালের ভূমিকায়!

এল আর বাদল : দেশের প্রতি আনুগত্যের নিদর্শন তৈরি করে করেছেন তামিম ইকবাল। তিনি সেদিন দলের প্রয়োজনে এক হাতে ব্যাট করেছিলেন। আরেক হাতে চোট নিয়ে। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তামিম ইকবাল এক অসাধারণ ক্রিকেটীয় রূপকথা লিখে গিয়েছিলেন। সুরঙ্গা লকমলের বলে পুল খেলতে গিয়ে বাঁ হাতের আঙুলে গুরুতর চোট পান তামিম। তাকে তড়িঘড়ি় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা জানান, তামিমের আঙুলে চিড় ধরেছে। যার জন্য আর গোটা এশিয়া কাপে খেলতে পারবেন না। কিন্তু দলের স্বার্থে তিনি ব্যাট করতে নেমেছিলেন। ম্যাচের একেবারে শেষদিকে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামেন তামিম ইকবাল। এক হাতে ব্যাট করে মুশফিকুর রহিমকে সাপোর্ট দেন। তার পর তামিমের এমন কাণ্ড নিয়ে ক্রিকেটবিশ্বে প্রশংসা হয় বিস্তর।

এমন একখানা অভাবনীয় কাণ্ড ঘটানোর পর ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ইএসপিএন ক্রিকইনফো’ তামিমের একখানা বড়সড় সাক্ষাৎকার নিয়েছে। সেখানে ব্যাটসম্যান তামিমকে প্রশ্ন করা হয়েছিল, এক হাতে ব্যাট করার পর তিনি আলোচনার কেন্দ্রে। যদি কখনও তার এমন কা- রূপোলি পর্দায় জায়গা পায়! যদি কখনও তামিম ইকবালের বায়োপিক আসে! তা হলে নাম ভূমিকায় তামিম কাকে দেখতে চাইবেন? খানিকক্ষণ ভেবে তামিম জবাব দেন, ‘সলমান খান।’

ক্রিকইনফোর তরফে তামিমের সামনে ২৫টা প্রশ্ন রাখা হয়। মজার প্রশ্নগুলোর উত্তর মজা করেই দিয়েছেন তামিম। যেমন-

এমন কোন জিনিস যা ড্রেসিংরুমকে স্বস্তিদায়ক করে দিতে পারে? তামিম বলেছেন, মিউজিক।

এমন খাবার যা তিনি রান্না করতে পারেন? তামিম বলেছেন, স্মুদিস।

কোন ব্যায়াম করতে একদম ভালো লাগে না? তামিম বলেন, ওয়ার্ম আপ।

কোন সেলেব্রিটির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে? তামিম উত্তর দেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রজার ফেডেরার।

হাতে যদি সুপার পাওয়ার চলে আসে? তামিম : প্রতি বলে ছয়!

কেরিয়ারের সেরা ছক্কা? তামিম বলেন, ২০০৭ বিশ্বকাপে জহির খানকে।

ছুটি কাটানোর প্রিয় জায়গা? তামিম জানান, লন্ডন।

বাংলাদেশের পর অন্য কোন দেশের বিরিয়ানি ভালো? তামিম জানান, ভারতের।

টিভিতে খেলা দেখছেন। স্টাম্পমাইকে কার কণ্ঠস্বর শুনতে সবচেয়ে ভালো লাগে? তামিম বলেন, এম এস ধোনি। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়