শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে ২৭ হাজার ১৪৪ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ

কালের কণ্ঠ : অভ্যন্তরীণ খাদ্য মজুদ নিশ্চিত করার লক্ষ্যে জেলায় চলতি মৌসুমে ২৭ হাজার ১৪৪ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছে জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগসূত্র বাসস’কে জানায়, চলতি মৌসুমে খাদ্য মজুদ নিশ্চিত করার লক্ষ্যে জেলায় এবার ২৭ হাজার ১৪৪ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। ২ মে থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযান সরকারের প্রথম পর্যায়ের ঘোষণা অনুযায়ী শেষ হয় ৩১ আগষ্ট।

এতে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় সময়সীমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। ফলে জেলায় বোরো চাল সংগ্রহ অভিযানে সফলতা পায় খাদ্য বিভাগ। শেষ পর্যন্ত সংগ্রহ করা হয় ২৭ হাজার ১৪৪ মেট্রিক টন চাল। খাদ্য গুদাম ভিত্তিক বোরো চাল সংগ্রহের মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলা খাদ্য গুদামে ৬ হাজার ১২২ মেট্রিক টন, পাঁচবিবিতে ৭ হাজার ৯শ মেট্র্রিক টন, আক্কেলপুরে এক হাজার ৩৩৩ দশমিক ২৩০ মেট্রিক টন, জামালগঞ্জ খাদ্য গুদামে ৪৩৮ দশমিক ৭৭০ মেট্রিক টন, কালাই ৭ হাজার ১০১ দশমিক ৫৬০ মেট্রিক টন, মোলামগাড়ি খাদ্য গ্রদামে এক হাজার ৭২ দশমিক ৪৪০ মেট্রিক টন ও ক্ষেতলাল উপজেলায় ৩ হাজার ১৭৬ মেট্রিক টন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল ইসলাম বাসস’কে জানান, চলতি মৌসুমে বোরোর সিদ্ধ চাল ২৭ হাজার ১৪৪ মেট্রিক টন সংগ্রহ ছাড়াও ১০৫ মোট্রক আতপ চাল সংগ্রহ করা হয়েছে। বোরো সিদ্ধ চাল এবার ৩৮ টাকা কেজি নির্ধারণ করায় চাল সংগ্রহে তেমন কোন সমস্যা হয়নি বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়