শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০২ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নির্বাচনী লড়াই

হ্যাপি আক্তার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রচার প্রচারণয় সক্রিয় হতে শুরু করেছেন আগ্রহী প্রার্থীরা। রাজনৈতিক দলগুলোও এরই মধ্যে সক্রিয় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ফেইসবুকে খোলা হয়েছে বিভিন্ন পেইজ। চলছে নিজ দলের পক্ষে প্রচার, প্রতিপক্ষের ভুল ত্রুটি তুলে ধরা। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, চায়ের কাপের আড্ডা থেকে নির্বাচনী প্রচারনা জমে উঠবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

নির্বাচনী প্রচার নিয়েও ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। সরকারের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে শক্তিশালী সাইবার ইউনিট গড়ে তোলায় কাজ করছে ছাত্রলীগ। দেশের বিপুল ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সাইবার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলোও।

বিটিআরসি’র হিসাবে, দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন নয় কোটি। ব্যবহারকারীদের অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। নানা ধরনের প্রচারণা, আন্দোলন এমনকি অপপ্রচারেও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বড় ভূমিকা রাখছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ফেসবুক ব্যবহারকারীরা আছে তাদের প্রচার করার বিষয়টি ভোটারের কাছে পৌঁছে দেওয়া যাবে ততবেশি নির্বাচনে ভোট পাবে প্রার্থী।

রাজনৈতিক কৌশলগত কারণে দলের অভ্যন্তরীণ যোগাযোগে বিএনপি এখন অনেকটা নির্ভরশীল ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচনী প্রচার নিয়েও ডিজিটাল প্লাটফর্মকে গুরুত্ব দিচ্ছে দলটি।

বিএনপি’র প্রচার সম্পাদক শহীদু উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলের কার্যক্রম পরিচালনার জন্য ই-মেলের মাধ্যমে তথ্য বিনিময় করা হচ্ছে। ইন্টানেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচার ঠেকাতে ছাত্রলীগ, কেন্দ্রের পাশাপাশি জেলা কমিটিও শক্তিশালী সাইবার ইউনিট গড়ে তোলায় কাজ করছে। উন্নয়ন প্রচারণা চালাতে ডিজিটাল প্লাটফর্মকে গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামীলীগও।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ফেইসবুকে ভূয়া আইডি খুলে কেউ মিথ্যা প্রচার চালাতে না পারে সে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে দলের পক্ষ থেকে। সরকার থেকে এই বিষয়ে কাজ চলছে।

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনী লড়াই শুধু মাঠে নয় জমে উঠবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়