শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৮ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ‘গোপন বৈঠক’ থেকে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী আটক

বিডি নিউজ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে হাতবোমা বোমাসহ বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

উপজেলার সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয় বলে সলঙ্গা থানার ওসি ওয়াহেদুজ্জামান জানান।

এরা হলেন- সলঙ্গা থানা যুবদলের সাধারণ সম্পাদক বড়গোজা গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল ইসলাম (৩২), সলঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বনবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে তারিকুল ইসলাম (২৮), হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি চড়িয়া মধ্যপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে হাসান ওরফে রফিকুল (৩০) ও জামায়াত কর্মী চড়িয়া কালিবাড়ির মতিয়ার রহমানের ছেলে আব্দুস সামাদ (৩০)।

ওসি ওয়াহেদুজ্জামান বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোলকপুর এলাকায় গোপন বৈঠক করছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

“এ সময় পুলিশ চারজনকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়