শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাটর্নি জেনারেলকে একহাত নিলেন ট্রাম্প!

সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার কোনও অ্যাটর্নি জেনারেল নেই। বুধবার হিল টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় রুশ সম্পৃক্ততার তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস’র সমালোচনা করেন তিনি।

এছাড়া, অভিবাসননীতি বিষয়ে সেশনস’র অবস্থানেও নিজের অসন্তোষের কথা জানান ট্রাম্প। তবে, সেশনস ট্রাম্পের মন্তব্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।
সেখানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি সেশনসকে পদচ্যুতির কথা ভাবছেন কিনা। এর উত্তরে ট্রাম্প বলেন, ‘দেখা যাক কী ঘটে। তবে, অনেকেই আমাকে এই সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছেন।’

গতমাসে সেশনস’র সমালোচনা করার পর দুই রিপাবলিকান সিনেটর সংকেত দেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প যদি সেশনস’কে বরখাস্ত করেন তাতে তারা পূর্ণ সমর্থন দেবেন। যদিও অন্যান্য রিপাবলিকান সিনেটর জানিয়েছিলেন, তাদের এতে কোনও সমর্থন নেই। তাই সেশসন’র পাশেই দাঁড়াবেন তারা।

এর আগে, নিজের ডেপুটি রড রোজেনস্টিনের ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সম্পৃক্ততা তদন্তে গঠিত কমিটি থেকে সরে দাঁড়ান সেশনস। ২০১৭ সালে একে প্রভাবিত করতে ট্রাম্প কোনও কলকাঠি নেড়েছে কিনা তদন্তে সেবিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়।

সেসময় সেশনস বলেছিলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল থাকাকালে বিচারবিভাগের ওপর কোনও রাজনৈতিক প্রভাব পড়তে দিতে পারি না। আর এমনকিছু ঘটলে যেকোনও ব্যবস্থা নিতেও পিছপা হব না।’ বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়