শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১১ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের সূচি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপপর্বের লড়াই। শুক্রবার থেকে শুরু সুপার ফোরের খেলা। কিন্তু এই পর্বে সূচি নিয়ে তৈরি হয়েছে বেশ ঝামেলা। ভারত ছাড়া প্রতিটি দলকে খেলতে হবে দুবাই ও আবু ধাবিতে দৌড়াদৌড়ি করে। রয়েছে পর পর খেলাও।

এদিকে গ্রুপচ্যাম্পিয়ন বলে কিছু নেই এবার। গ্রুপপর্বের খেলা শেষ হওয়ার আগেই ঠিক হয়ে গেছে সুপার ফোরের সূচি! টুর্নামেন্টের এই সূচি নিয়ে বিরক্তি লুকিয়ে রাখেননি বাংলাদেশ ও পাকিস্তানের অধিনায়কেরা। তবে ‘অদ্ভুত’ এই সূচির পক্ষে ঠিকই সাফাই গাইছে ভারত।

সুপার ফোরে বাংলাদেশ শুক্রবার তার প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। কিন্তু তার পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে দৌড়াতে হবে আবু ধাবিতে। পাকিস্তান ও আফগানিস্তানেরও একই দশা। প্রতিটি দলকেই দুবাই গিয়ে খেলতে হবে ভারতের সাথে। আর বাকি দুইটি ম্যাচ খেলবে আবু ধাবিতে।

বিষয়টি প্রথম থেকেই ভালো চোখে দেখেনি পাকিস্তান। ভারতের বিপক্ষের ম্যাচের আগেই তাই সরফরাজ আহমেদ অভিযোগ তুলেছেন, অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে ভারতকে। এদিকে সূচি প্রকাশর পর নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি মাশরাফী । তার মতে, এধরনের সূচি দেখে হতাশ হবে পাগলেও, ‘আমার মনে হয় না কেউ (কোনো দল) বিষয়টা ভালোভাবে নেবে। এমনকি একজন পাগলও হতাশ হবে। আন্তর্জাতিক টুর্নামেন্টের গ্রুপপর্বের শেষ ম্যাচের আগে আপনি জানতে পারলেন যে, শেষ ম্যাচে জিতলেও আপনি গ্রুপে দ্বিতীয়। এমনটা কখনো শুনেছেন?

  • সর্বশেষ
  • জনপ্রিয়