শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্ক পিছু ছাড়ছে না আওয়ামী লীগের

মহসীন কবির : সরকারের বিরুদ্ধে জোর করে দেশের বাইরে পাঠানোর অভিযোগ এনে বই লিখে বিতর্ক সৃষ্টি করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর এ বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। এছাড়া সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ, ব্যারিষ্টার মওদুদ আহমদ বই লিখে বিতর্ক সৃষ্টি করেছিলেন।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রকাশিত বইটির নাম, ‘অ্যা ব্রোকেন ড্রিম, রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’। বাংলা করলে বইটির শিরোনাম দাঁড়ায় ‘একটি ভাঙা স্বপ্ন: আইনের শাষণ, মানবাধিকার এবং গণতন্ত্র। বইতে সিনহা বলেছেন, তিনি পদত্যাগ করতে চাননি। তার সাথে কথা না বলেই সরকারের মন্ত্রীরা বারবার বলেছেন তিনি চিকিৎসা ছুটি নিয়ে বিদেশে যাবেন। তবুও তিনি নিজ নীতির পক্ষে অনড় ছিলেন। এসকে সিনহার বইয়ের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এসকে সিনহা বই লিখে মনগড়া কথা বলছেন। এই বই নিয়ে ভাবার সুযোগ নেই। সত্য কথা বললে প্রধান বিচারপতি থাকাবস্থায় বলেননি কেন? ক্ষমতায় না থাকার অন্তর্জালা মেটানোর জন্য তিনি এসব কথা বলছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ২০১৪ সালে ‘বাংলাদেশ: ইমার্জেন্সি অ্যান্ড দি আফটারম্যাথ: ২০০৭-২০০৮’ বই লিখে বিতর্ক সৃষ্টি করেছেন। বিএনপির নিজের ঘরে এই বইয়ের বক্তব্যের তীব্র সমালোচনা ও চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। দলের নেতারা বলেছেন, সরকারকে খুশি রাখতেই মওদুদ আহমদ তার বইয়ে দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন।
২০১৪ সালের সেপ্টেম্বরে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের লেখা ইতিহাস বিষয়ক বই নিয়ে সংসদে তোলপাড় সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংসদদের মতে, তিনি ইচ্ছাকৃতভাবে ভুল ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন। বইটি নিষিদ্ধের দাবি জানিয়েছিল তারা। তার লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইটি প্রকাশিত হওয়ার পর শুরু হয় সমালোচনা। বইয়ে তিনি লিখেছেন, ৭ মার্চের ভাষণ ‘জয় পাকিস্তান’ বলে শেষ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২০১৪ সালের নভেম্বর মাসে ‘তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা’ বই লিখে বিতর্ক সৃষ্টি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ। বিতর্কের পর শারমিন আহমদ বলেছেন, বাংলাদেশে সত্য উচ্চারণ করতে না দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে। কারও মতের বিপক্ষে কথা বললেই স্বাধীনতাবিরোধী বা মত মেনে না নিলেই কাউকে রাজাকার-আলবদর বলার প্রবণতা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়