শিরোনাম

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

স্পোর্টস ডেস্ক: স্পেনের তারকা গলফার সেলিয়া বারকুয়েন আরোজানেমাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লোয়ার গলফ কোসের বাইরেও পাওয়া গেছে ২২ বছর বয়সী এই তরুণীর ক্ষত-বিক্ষত মৃতদেহ।

গলফ কোর্সে স্থানীয় গলফাররা অনুশীলন করতে এসে একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন। তার পরেই সেই ব্যাগের অদূরে পাওয়া যায় সেলিয়ার মৃতদেহ। এর পরেই খবর দেওয়া হয়, লোয়া প্রদেশের আমেসের পুলিশকে। ময়নাতদন্তের পরে জানা যায়, হত্যার আগে সেলিয়াকে চরম শারীরিক নিগ্রহ করা হয়েছিল।

দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর, চলতি টার্মেই সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করে ফেলতেন ২২ বছরের সেলিয়া। স্পেনের পুয়েন্তে সান মিগুয়েলের বাসিন্দা সেলিয়া পড়াশোনার সূত্রে থাকতেন মার্কিন যুক্তরাষ্ট্রে। লোয়া প্রদেশের সেরা অ্যাথলিটও হয়েছিলেন তিনি।

শুধুমাত্র পড়াশোনায় নয়, সেলিয়া গলফের তারকা ছিলেন, প্রকৃত অর্থে। বিখ্যাত গলফ ম্যাগাজিন ‘গলফউইক’-এর বিচারে দেশের গলফ র‌্যাঙ্কিংয়ে ৬৯ নম্বরে ছিলেন তিনি। ‘লোয়া স্টেট ইউনিভার্সিটি’-র তৃতীয় গলফার হিসেবে ‘ইউএস ওমেন্স ওপেন চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণ করেছিলেন।

এদিকে, এ ঘটনার পর তদন্ত করে ২২ বছরের কলিন ড্যানিয়েল রিচার্ডস নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়