শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৪ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে মাদক সেবনের প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম

জামাল হোসেন খোকন : জীবননগর পৌর এলাকার পুরাতন লক্ষীপুরে মাদক সেবনের প্রতিবাদ করায় বুধবার সকালে এক ব্যক্তিকে পিটিয়ে মারাত্নক জখম করে কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাতাল বাবুল ও তার সঙ্গীদের বিরুদ্ধে।

এব্যাপারে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন আহত সামসুল হক ফনা। আহত ব্যক্তি জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত সামসুল হক ফনা জানান,গত সোমবার রাতে পুরাতন লক্ষীপুর গ্রামে বাবুলের ছেলে জনি ও আইজেলের ছেলে ছেরআলী মাদক সেবন করে আমার বাড়ির সামনে গিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মাতলামি করছিলো। আমি বাড়ি থেকে বের হয়ে প্রতিবাদ করায় আমার উপর চড়াও হয়ে আমাকে কিল ঘুষি মারতে থাকে।এমন সময় জীবননগর থানার পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় লোকজনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করে জনিকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের সন্দেহ আমি পুলিশ দিয়ে তাদের ধরিয়ে দিয়েছি।

বুধবার সকালে ঐ ঘটনার জের ধরে আমি বাজারে যাওয়ার সময় মৃত চাঁনদালির ছেলে বাবুল(৪৮) ও তার দুই ছেলে জনি(২০),রনি(১৮) এবং একই পাড়ার আইজেলের ছেলে ছেরআলী(২৮) আমার পথরোধ করে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে আমাকে মারাত্নক জখম করে, আমার কাছে থাকা নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নেয়। আমার আত্মচিৎকারে প্বার্শবর্তী লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ না করায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়