শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মাদক রাখার অপরাধে ৪ জনকে এক বছরের সাজা প্রদান

ফরহাদ আমিন,টেকনাফ : টেকনাফে ইয়াবা রাখার অপরাধে দুজন রোহিঙ্গা যুবকসহ ৪ জনকে এক বছরের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের শীলখালী বিজিবির অস্থায়ী তল্লাশি চৌকিতে ৪৮ পিস ইয়াবাসহ চারজনকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের সাজা প্রদান করা হয়। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন।

সাজা প্রাপ্তরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সরু হোসেনের ছেলে জাহেদ হোসেন (১৯), লাল মিয়ার ছেলে আজিম উল্লাহ (২২), টেকনাফের সাবরাং নয়াপাড়ার আজিজুল হকের ছেলে মো. আব্দুল্লাহ (২১) ও কচুবনিয়া এলাকার আশিক আহমদের ছেলে সলিম উল্লাহ (২০)।

নির্বার্হী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা জানান, ইয়াবা রাখার অপরাধে আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এরমধ্যে দুজন রোহিঙ্গা ও দুজন স্থানীয় যুবক রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা ৪৮ পিস ইয়াবা জনসম্মূখে ধ্বংস করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের টেকনাফ মডেল থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, সাজা প্রাপ্ত চারজনকে বিকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়